বাকৃবিতে পুরস্কার বিতরণী

প্রকাশ | ১৮ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শীতকালীন সবজি চাষ ২০১৮-১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল বাউএক চাষি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. জসিম উদ্দিন খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে সবজি চাষের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে কৃষি জমি কমে যাওয়ার পরও কৃষি পণ্য উৎপাদন চার গুন বৃদ্ধি পেয়েছে। খাদ্যের অভাব পূরণের পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণের জন্য কৃষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বাউএক-এর পরিচালক প্রফেসর ড. মো. গোলাম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. রাকিব উদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সবজি চাষ প্রতিযোগিতা মূল্যায়ন কমিটির আহ্বায়ক মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মফিজুর রহমান জাহাঙ্গীর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাউএক-এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. সাইদুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউএক-এর উপ-পরিচালক ড. এনামুল হক সরকার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও কৃষক উপস্থিত ছিলেন।