কানাডিয়ান ইউনিভার্সিটিতে স্পট অ্যাডমিশন

প্রকাশ | ১৮ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে শুরু হয়েছে 'স্পট অ্যাডমিশন উইক, সামার-২০১৯'। ১৫ এপ্রিল রাজধানীর বনানী ক্যাম্পাসে ইউনিভার্সিটি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম এবং উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম। এরপর ইউনিভার্সিটি অডিটোরিয়ামে 'বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভ্যাট ও ট্যাক্সের গুরুত্বে'র ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের কথা তুলে ধরেন। স্বাধীনতাপরবর্তী বাংলাদেশের ভ্যাট ও ট্যাক্সের অবস্থা কেমন ছিল এবং বর্তমান সময়ে এর গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের সামনে আলোচনা করেন এনবিআর চেয়ারম্যান। উন্নত ও সমৃদ্ধ জাতিগঠনে নিয়মিত ভ্যাট ও ট্যাক্স প্রদানের বিকল্প নেই বলে উলেস্নখ্য করেন তিনি। সেমিনারে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষকসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ২২ এপ্রিল পর্যন্ত চলবে এই 'স্পট এডমিশন উইক'।