জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ভ্যালেন্টিনা তেরেশকোভা
প্রশ্ন : সবুজ গ্রহ কাকে বলা হয়? উত্তর : সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। প্রশ্ন : সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী? উত্তর : পিস্টল স্টার। প্রশ্ন : কখন একটি চন্দ্রগ্রহণ হয়? উত্তর : যখন পৃথিবী, সূর্য এবং চন্দ্রের মধ্যে থাকে। প্রশ্ন : চাঁদ কত গতিতে সূর্য পেরিয়ে যায়? উত্তর :প্রতি ঘণ্টায় ২,২৫০ কিমি। প্রশ্ন : কতক্ষণ একটি সূর্যগ্রহণ স্থায়ী হতে পারে? উত্তর : সাড়ে সাত মিনিট। প্রশ্ন : পৃথিবীর নিরক্ষীয় বৃত্তটির পরিধি কত? উত্তর : ৪০,০৩০ কিমি। প্রশ্ন : পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রা কী? উত্তর : ৮৮ থেকে ৫৮ক্ক সে। প্রশ্ন :সৌরজগৎ কবে গঠিত হয়? উত্তর : প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে। প্রশ্ন : প্রথম মানব-নির্মিত বস্তু কখন মহাকাশে প্রেরণ করা হয়েছিল? উত্তর : ১৯৫৭ সালে। প্রশ্ন :কেন আমাদের উচ্চ ও নিম্ন জোয়ার হয়? উত্তর : কারণ সূর্য ও চাঁদের মাধ্যাকর্ষণ। প্রশ্ন : মহাকাশে পৌঁছে প্রথম ব্যক্তি কে? উত্তর : ইউরি গাগারিন, ১৯৬১ সালে। প্রশ্ন : মহাকাশে পৌঁছে প্রথম মহিলা কে? উত্তর : ভ্যালেন্টিনা তেরেশকোভা, ১৯৬৩ সালে। প্রশ্ন : চাঁদে পা রাখা প্রথম ব্যক্তি কে? উত্তর : নিল আর্মস্টং। প্রশ্ন : পৃথিবী সূর্যকে কতদিনে প্রদক্ষিণ করে? উত্তর : ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে। প্রশ্ন :কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে? উত্তর : ২১ জুন পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে। প্রশ্ন :কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে? উত্তর : ২২ ডিসেম্বর পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে।