এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (হিসাববিজ্ঞান প্রথমপত্র)

মূল্যবোধ বলতে কী বোঝায়?

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রিয় পরীক্ষার্থী, আজ তোমাদের জন্য হিসাববিজ্ঞান প্রথমপত্র থেকে বহুনির্বাচনি অংশের মডেল টেস্ট দেয়া হলো বহুনির্বাচনি প্রশ্ন ১। কী নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জন সম্ভব? ক. মূলধন খ. সঞ্চয় গ. ব্যয় ঘ. আয় ২। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? ক. পাওনাদার খ. কর কর্তৃপক্ষ গ. ব্যবস্থাপক ঘ. শ্রমিক সংঘ ৩। আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকে কী বলে? ক. হিসাববিজ্ঞান খ. হিসাবরক্ষণ গ. লেনদেন লিপিবদ্ধকরণ ঘ. লেনদেন বিশেষণ ৪। আধুনিক হিসাববিজ্ঞানের প্রবর্তক- ক. এলসি ক্রপার খ. এ ডাবিস্নউ জনসন গ. লুকা প্যাসিওলি ঘ. আর এন কার্টার ৫। আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি কোথায়? ক. ইংল্যান্ডে খ. ভারতবর্ষে গ. ইতালিতে ঘ. আমেরিকায় ৬। দুই তরফা দাখিলার উৎপত্তিকাল কোনটি? ক. ১৪৪১ খ্রিস্টাব্দ খ. ১৩৯৪ খ্রিস্টাব্দ গ. ১৪৯৪ খ্রিস্টাব্দ ঘ. ১৪৪৯ খ্রিস্টাব্দ ৭। হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়? ক. হিসাবব্যবস্থা খ. তথ্যব্যবস্থা গ. নিরীক্ষাব্যবস্থা ঘ. বিবরণীব্যবস্থা ৮। মূল্যবোধ বলতে কী বোঝায়? ক. জবাবদিহিতা খ. মানদন্ড গ. নৈতিকতা ঘ. বৈশিষ্ট্য ৯। লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কী? ক. দেনা-পাওনা খ. চাওয়া-পাওয়া গ. গ্রহণ-বর্জন ঘ. গ্রহণ-প্রদান ১০। কোনটি অদৃশ্যমান লেনদেন? ক. নগদে বিক্রয় খ. ধারে বিক্রয় গ. অবচয় ঘ. সুদ প্রদান ১১। সব ধরনের ঘটনা- ক. জাবেদা খ. ঘটনা গ. লেনদেন ঘ. লেনদেন নয় ১২। আর্থিক অবস্থার পরিবর্তন কয়ভাবে হতে পারে? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ ১৩। ডেবিট নোট বা দেনা চিঠি তৈরি করেন কে? ক. বিক্রেতা খ. ক্রেতা গ. পরিবেশক ঘ. এজেন্ট ১৪। ক্রেডিট নোট বা পাওনা চিঠি তৈরি করেন কে? ক. বিক্রেতা খ. ক্রেতা গ. পরিবেশক ঘ. এজেন্ট ১৫। কে চালান প্রস্তুত করেন? ক. বিক্রেতা খ. মালিক গ. পাওনাদার ঘ. ক্রেতা ১৬। সম্পত্তির ওপর মালিকের দাবিকে কী বলে? ক. মূলধন খ. মালিকানাস্বত্ব গ. পাওনাদার ঘ. মুনাফা ১৭। কখন মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়? ক. ব্যয় বৃদ্ধি পেলে খ. ক্ষতি হলে গ. আয় বৃদ্ধি পেলে ঘ. দায় বৃদ্ধি পেলে ১৮। সম্পত্তিবাচক হিসাবের উদাহরণ কোনটি? ক. ভাড়া খ. কমিশন গ. যন্ত্রপাতি ঘ. পাওনাদার ১৯। হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাব খাতকে সাধারণত ভাগ করা হয়- ক. ২ শ্রেণিতে খ. ৩ শ্রেণিতে গ. ৪ শ্রেণিতে ঘ. ৫ শ্রেণিতে ২০। আধুনিক পদ্ধতিতে ঋণ কোন হিসাব? ক. সম্পদ খ. দায় গ. ব্যয় ঘ. আয় ২১। প্রচলিত পদ্ধতিতে কৃষি ব্যাংক কোন জাতীয় হিসাব? ক. দায় খ. আয় গ. নামিক ঘ. ব্যক্তিবাচক ২২। প্রচলিত পদ্ধতিতে অবচয় কোন জাতীয় হিসাব? ক. নামিক খ. সম্পত্তিবাচক গ. ব্যক্তিবাচক ঘ. মূলধন ২৩। আধুনিক পদ্ধতিতে 'মূলধন' কোন জাতীয় হিসাব? ক. সম্পদ খ. দায় গ. মালিকানাস্বত্ব ঘ. আয় ২৪। প্রচলিত পদ্ধতিতে প্রাপ্য কমিশন কোন জাতীয় হিসাব? ক. নামিক খ. সম্পত্তিবাচক গ. ব্যক্তিবাচক ঘ. মূলধন ২৫। প্রচলিত পদ্ধতিতে বকেয়া বেতন কোন জাতীয় হিসাব? ক. নামিক খ. সম্পত্তিবাচক গ. ব্যক্তিবাচক ঘ. মূলধন ২৬। কোনটি লেনদেন নয়? ক. মেশিনের অবচয় খ. অগ্রিম বেতন প্রদান গ. পণ্য উত্তোলন ঘ. পণ্য সরবরাহের অর্ডারপ্রাপ্তি ২৭। স্বত্বাধিকার বলতে কী বোঝায়? ক. ব্যবসায়ের ওপর মালিকের অধিকার খ. মালিকের ওপর ব্যবসায়ের অধিকার গ. সম্পত্তির ওপর মালিকের দাবি বা অধিকার ঘ. দায় পরিশোধ করার অধিকার ২৮। ডেবিট নোট ব্যবহৃত হয়- ক. ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে খ. ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য গ. নগদে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে ঘ. নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য ২৯। ডেবিট নোটে কী লেখা হয়? ক. ক্রয় ফেরতের বিবরণ খ. বিক্রয় ফেরতের বিবরণ গ. বিক্রয়ের বিবরণ ঘ. ক্রয়ের বিবরণ ৩০। পাওনাদারকে পরিশোধ করা হলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে? ক. সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস খ. সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি গ. সম্পদ হ্রাস, দায় হ্রাস ঘ. সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি