জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
প্রশ্ন: জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি? উত্তর: কালো ঘোড়া প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'পোস্টমাস্টার ৭১'-এর পরিচালক কে? উত্তর: আবির খান প্রশ্ন: সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের নাম কী? উত্তর: ভুবন মাঝি (পরিচালক =আরেফিন খান) প্রশ্ন: স্বাধীনতার পর বাংলাদেশ ব্যাংক একবারই মাত্র একটি নোট বাতিল করে। নোটটি কত মূল্যমানের এবং কত সালে? উত্তর: ১০০ টাকা মূল্যমানের; ১৯৭৪ প্রশ্ন: বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে খধফু ঔঁংঃরপব-এর আদলে স্থাপিত ভাস্কর্যের স্থপতি কে? উত্তর: মৃণাল হক প্রশ্ন: জাতীয় পাট দিবস কবে? উত্তর: ৬ মার্চ প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে কতটি 'অধরা সাংস্কৃতিক ঐতিহ্য' রয়েছে? উত্তর: ৩টি (বাউল সংগীত, জামদানি ও পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা) প্রশ্ন: বাংলাদেশ কোন দেশে সর্বাধিক পাটজাত পণ্য রপ্তানি করে? উত্তর: তুরস্ক প্রশ্ন: বাংলাদেশের প্রথম ডিজিটাল সড়ক- উত্তর: বনানী- বিমানন্দও (৬ কিমি) প্রশ্ন: বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বা ঝঊঅ -গঊ-ডঊ ৫এ যুক্ত হয় কবে? উত্তর: ২১ ফেব্রম্নযারি ২০১৭ প্রশ্ন: ঝঊঅ-গঊ-ডঊ ৫-এর বাংলাদেশ ল্যান্ডিং স্টেশন কোথায়? উত্তর: কুয়াকাটা,পটুয়াখালী প্রশ্ন: ঝঊঅ-গঊ-ডঊ ৫-এর দৈর্ঘ্য কত? উত্তর: ২০,০০০ কিলোমিটার প্রশ্ন: ঝঊঅ-গঊ-ডঊ ৫-এর সঙ্গে যুক্ত দেশ কতটি? উত্তর: ১৯টি