বাউবিতে ওরিয়েন্টেশন

প্রকাশ | ১১ মে ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) স্কাউটিংবিষয়ক এক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। ট্রেনিং অ্যান্ড রিসার্চ শাখার উদ্যোগে শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে বাউবির সেমিনার হলে ৮ মে এই ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ূন আখতার প্রধান অতিথি হিসেবে এ কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, বাংলাদেশ স্কাউটস রোভার রিজিয়নের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ এনামুল হক খান এবং কোর্স লিডার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাউবির রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাউবির ডিন, বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক পরিচালকসহ ৫০ জন শিক্ষক, কর্মকর্তা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং অ্যান্ড রিসার্চ শাখার যুগ্ম পরিচালক শেখ রেজাউল ইসলাম।