এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (রসায়ন প্রথমপত্র)

ফার্স্ট এইড বক্স কী?

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

অলোক কুমার ঘোষ, প্রভাষক, রসায়ন বিভাগ পাটুল হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, নাটোর। য়
প্রিয় পরীক্ষার্থী, আজ তোমাদের জন্য রসায়ন প্রথমপত্র থেকে মডেল টেস্ট (সৃজনশীল অংশ) দেয়া হলো পূর্ণমান : ৫০ (যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও) ১. ল্যাবরেটরিতে বহুল ব্যবহৃত কতগুলো রাসায়নিক পদার্থ অ্যামোনিয়া, সালফিউরিক এসিড, ধাতব ঘধ প্রভৃতি। উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক. ফার্স্ট এইড বক্স কী? খ. ফ্লোরিনের সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কেন? গ. ল্যাবরেটরিতে উলিস্নখিত রাসায়নিক দ্রব্যগুলো কীভাবে সংরক্ষণ করবে বর্ণনা কর। ঘ. উদ্দীপকে রাসায়নিক দ্রব্যগুলোর অধিক ব্যবহার পরিবেশের জন্য হুমকিস্বরূপ বিশ্লেষণ কর। ২. ড, ঢ, ণ, ও ত এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে ১১,৬,১৭ ও ৪৭। ড, ঢ, ণ ও ত প্রচলিত অর্থে কোন মৌলের প্রতীক নয়। উদ্দীপকের সহায়তায় নীচের প্রশ্নের উত্তর দাও। ক. কোয়ান্টাম সংখ্যা কী? খ. শিখা পরীক্ষায় গাঢ় ঐঈষ ব্যবহার করা হয় কেন? গ. ঢ ও ণ দ্বারা গঠিত যৌগটির সংকরণ বর্ণনা কর। ঘ. ডণ যৌগটি পানিতে দ্রবণীয় হলেও তণ যৌগটি পানিতে অদ্রবণীয় বিশ্লেষণ কর। ৩. অ২(ম)ও ই২(ম) দুটি গ্যাস মিশ্রণ ৫০০'ঈ তাপমাত্রায় ও ১০০ ধঃস চাপে বিক্রিয়া করে সাম্যাবস্থায় ৫০% অই৩ (ম) উৎপন্ন করে এবং ৯২শল তাপ উৎপন্ন হয়। ক. ভর ক্রিয়া সূত্রটি লিখ। খ. বর্জ্য বিশোধন অপেক্ষা হ্রাসকরণ উত্তম ্ত ব্যাখ্যা। গ. উদ্দীপকের বিক্রিয়াটির কঢ় এর মান নির্ণয় কর। ঘ. লা-শ্যাটেলিয়ার নীতি প্রয়োগ করে কীভাবে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ উৎপন্ন করা যায় উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। ৪. অ,ই,ঈ ও উ চারটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ৬, ৭, ৮ ও ১৪। এগুলো প্রচলিত অর্থে কোন মৌলের প্রতীক নয়। ক. অবস্থান্তর মৌল কাকে বলে? খ. তহ অবস্থান্তর মৌল নয় কেন? গ. অঈ২ সাধারণ তাপমাত্রায় গ্যাস হলেও উঈ২ উচ্চ গলনাংক বিশিষ্ট কঠিন পদার্থ বর্ণনা কর। ঘ. ই এর ১ম আয়নীকরণ শক্তি ঈ এর ১ম আয়নীকরণের শক্তির মান অপেক্ষা কম না বেশি বিশ্লেষণ কর। \হ ৫. বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ ব্যবহার করে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়। ভিনেগার ইথানোয়িক এসিড থেকে প্রস্তুত করা হয়। গস্নাস ক্লিনার ও টয়লেট ক্লিনার আলাদা ধরনের রাসায়নিক বিকারক দিয়ে তৈরি করা হয়। ক. খাদ্য নিরাপত্তা কী? খ. দ্রবণে অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ পরীক্ষা সমীকরণসহ লিখ। গ. ভিনেগার প্রস্তুতির মূলনীতি বর্ণনা কর। ঘ. উদ্দীপকের পরিষ্কারক দুটির ক্রিয়া কৌশল বিশ্লেষণ কর। ৬. দ্রবণ ্তঅ.। দ্রবণ ্তই \হ৫০ সষ ০.১গ.। ৫০সষ ০.১গ ( ইথানোয়িক এসিড দ্রবণ)। ঘধঙঐ দ্রবণ কধ=০.০০০০১৭৬ ক. এজিং কী? খ. ২ফ অরবিটাল অসম্ভব কেন? গ. দ্রবণ অ এর ঢ়ঐ গণনা কর। ঘ. ই দ্রবণের প্রশমনের জন্য দুটি দ্রবণের মিশ্রণের ফলে উৎপন্ন তাপ কী? বিশ্লেষণ কর। \হ ৭. মিথেন, ইথেন, কার্বন ডাই-অক্সাইড এবং পানির গঠন তাপ যথাক্রমে ্ত৭৪.৪৯, ্ত৮৪.৫২, ্ত৩৯৩.৫০ এবং ্ত২২০.২০ শল/ সড়ষ। ক. বাফার দ্রবণ কাকে বলে? খ. কপ এর মান কখনও শূন্য বা অসীম হতে পারেনা কেন? গ. প্রদত্ত ডাটা থেকে ৩৩ ম মিথেনের দহন তাপ নির্ণয় কর। ঘ. উদ্দীপকের মিথেন ও ইথেন গ্যাস দুটির মধ্যে কোনটি জ্বালানি হিসেবে উত্তম বিশ্লেষণ কর। ৮. পরমাণুর গঠন ব্যাখ্যায় বিভিন্ন বিজ্ঞানী মতবাদ দিয়েছেন। তাদের মধ্যে রাদারফোর্ড ও বোর মডেল উলেস্নখযোগ্য। রাদারফোর্ড মডেল যথেষ্ট ত্রম্নটিযুক্ত হলেও বোর মডেলটিও ত্রম্নটিমুক্ত নয়। ক. জারণ সংখ্যা কী? খ. পাউলীর বর্জন নীতি ব্যাখ্যা কর? গ. উদ্দীপকের কোন মডেলকে সোলার সিস্টেম মডেল বলা হয় বর্ণনা কর। ঘ. উদ্দীপকের কোন মডেল পরমাণুর মডেল ব্যাখ্যায় অধিক যুক্তিযুক্ত বিশ্লেষণ কর।