বসিএিস প্রস্তুতি (সাধারণ জ্ঞান)

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

জিনাত বিনতে জামান প্রভাষক, ঢাকা কলেজ য়
২১. সিরডাপ-এর সদর দপ্তর কোথায়? ক. ঢাকা খ. বেলজিয়াম গ. ডেনমার্ক ঘ. নরওয়ে উত্তর : ক. ঢাকা ২২. কোন দেশটি আরব লিগের সদস্য নয়? ক. জর্ডান খ. লেবানন গ. ইরান ঘ. বাহরাইন উত্তর : গ. ইরান ২৩. ডাইনোসর কোন মহাযুগের প্রাণী ছিল? ক. পেলিও জোয়িক খ. সিনোজোয়িক গ. মেসোজোয়িক ঘ. আকৃওজোয়িক উত্তর : খ. সিনোজোয়িক ২৪. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? ক. ঢাকা জাদুঘর খ. বরেন্দ্র জাদুঘর গ. লালবাগ কেলস্না জাদুঘর ঘ. আহসান মঞ্জিল জাদুঘর উত্তর : খ. বরেন্দ্র জাদুঘর ২৫. কিয়াট কোন দেশের মুদ্রার নাম? ক. মিয়ানমার খ. থাইল্যান্ড গ. ভিয়েতনাম ঘ. লাওস উত্তর : ক. মিয়ানমার ২৬. কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত? ক. কাগজ খ. কার্পাস গ. বস্ত্র ঘ. লোহা উত্তর : ক. কাগজ ২৭. হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর? ক. ইংল্যান্ড খ. সুইজারল্যান্ড গ. লুক্সেমবার্গ ঘ. জার্মানি উত্তর : ঘ. জার্মানি ২৮. কোন প্রণালি এশিয়াকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন করেছে? ক. বেরিং প্রণালি খ. বসফরাস প্রণালি গ. জিব্রাল্টার প্রণালি ঘ. হরমুজ প্রণালি উত্তর : খ. বসফরাস প্রণালি ২৯. তারবিহীন দ্রম্নতগতির ইন্টারনেট প্রযুক্তির নাম- ক. অপটিক ফাইবার খ. ভি-স্যাট গ. ওয়াইম্যাক্স \হঘ. সেটম্যাক্স উত্তর : গ. ওয়াইম্যাক্স ৩০. সুনামি কোন ভাষার শব্দ? ক. বাংলা খ. ইংরেজি গ. চীনা ঘ. জাপানি উত্তর : ঘ. জাপানি ৩১. ফোর্স সেভেনটি কোন দেশের গেরিলা সংগঠন? ক. লেবানন খ. সিয়েরালিওন গ. ফিলিপাইন ঘ. প্যালেস্টাইন উত্তর : ক. লেবানন ৩২. ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত উন্নত চিকিৎসাকে বলা হয়- ক. ই-ট্রিটমেন্ট খ. টেলি ট্রিটমেন্ট গ. টেলি মেডিসিন ঘ. ইলেক্ট্রো মেডিসিন উত্তর : ঘ. ইলেক্ট্রো মেডিসিন ৩৩. প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেন কে? ক. প্রধান বিচারপতি খ. রাষ্ট্রপতি গ. প্রধানমন্ত্রী ঘ. সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল উত্তর : খ. রাষ্ট্রপতি ৩৪. জাতিসংঘ প্রথম মহাসচিবের নাম কী? ক. কফি আনান খ. ট্রিগভেলি গ. এলবারাদি ঘ. বান কি মুন উত্তর : খ. ট্রিগভেলি ৩৫. ঈঘএ বা ঈড়সঢ়ৎবংংবফ ঘধঃঁৎধষ এধং-এর অর্থ- ক. কার্বনযুক্ত নতুন পরিবেশবান্ধব তেল খ. নতুন ধরনের ট্যাক্সি ক্যাব গ. সিসামুক্ত পেট্রল ঘ. চাপমুক্ত প্রাকৃতিক গ্যাস উত্তর : ঘ. চাপমুক্ত প্রাকৃতিক গ্যাস ৩৬. সম্প্রতি কোন দেশটির নতুন নামকরণ করা হয়? ক. সার্বিয়া খ. কসোভো গ. মন্টেনিগ্রো ঘ. যুগোসস্নাভিয়া উত্তর : গ. মন্টেনিগ্রো ৩৭. কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ করেনি- ক. অস্ট্রেলিয়া খ. যুক্তরাষ্ট্র গ. কানাডা ঘ. ইংল্যান্ড উত্তর : খ. যুক্তরাষ্ট্র