জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন: ঝঊঅ-গঊ-ডঊ ৫-এর সঙ্গে যুক্ত দেশ কতটি? উত্তর: ১৯টি প্রশ্ন: বাংলাদেশের প্রথম টু্যরিজম পার্কের নাম কী? উত্তর: জালিয়ার দ্বীপ প্রশ্ন: কোথায় রোহিঙ্গা পুনর্বাসন করা হবে? উত্তর: নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠেঙ্গারচরে প্রশ্ন: সরকারের জেলা ব্র্যান্ডিং কার্যক্রম প্রথম কোথা থেকে শুরু হয়? উত্তর: চাঁদপুর থেকে প্রশ্ন: ২০১৫ সালে চাঁদপুরের কী নামকরণ করা হয়? উত্তর: সিটি অব হিলসা প্রশ্ন: ভোলা জেলার ব্র্যান্ডিং নাম কী? উত্তর: কুইন আইসল্যান্ড অব বাংলাদেশ প্রশ্ন: জামালপুরের ব্র্যান্ডিং নাম কী? উত্তর: নকশিকাঁথার স্বর্গ, জামালপুরের গর্ব প্রশ্ন: যশোর জেলার ব্র্যান্ডিং নাম কী? উত্তর: নকশিকাঁথা, ফুলের মেলা, খেজুর গুড়ের যশোর জেলা প্রশ্ন: কুষ্টিয়ার ব্র্যান্ডিং নাম? উত্তর: সাংস্কৃতিক জনপদ কুষ্টিয়া প্রশ্ন: দেশের সমুদ্রসীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রনয়কারী কে? উত্তর: ড.সাইদুর রহমান চৌধুরী