শাবিপ্রবিতে 'টেক ফেস্ট' অনুষ্ঠিত

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে দু'দিনব্যাপী 'এলআইসিটি সাস্ট টেক ফেস্ট-২০১৯'। ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি (সিএসই) বিভাগের প্রধান ও ফেস্টের আহ্বায়ক অধ্যাপক ড. জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মুকিদ। এ ছাড়া বক্তব্য রাখেন আইকিএসির পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. শহীদুর রহমান, তড়িৎ প্রকৌশল বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-আইআইসিটির যৌথ উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দু'দিনব্যাপী প্রতিযোগিতায় প্রোপ্রামিং প্রতিযোগিতা, রোবো ফাইট, মাইজ সলভার, হ্যাকাথন, প্রজেক্ট এক্সিবিশন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের ৫৪টি বিশ্ববিদ্যালয় থেকে ২০০টি টিমের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।