খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) 'জাতীয় শুদ্ধাচার কৌশল ও বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা পরিপ্রেক্ষিত খুলনা বিশ্ববিদ্যালয়' শীর্ষক কর্মশালা ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। উদ্বোধনী পর্বে ইউজিসির পরিচালক ড. মো. ফখরুল ইসলামও বক্তব্য রাখেন। কর্মশালার উদ্বোধন পর্বে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। কর্মশালার শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম ঘণ্টাব্যাপী পাওয়ার পয়েন্টে শুদ্ধাচার নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন।