এইচএসসি পরীক্ষার প্রস্তুতি রসায়ন প্রথমপত্র

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

অলোক কুমার ঘোষ, প্রভাষক, রসায়ন বিভাগ পাটুল হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, নাটোর।
প্রিয় পরীক্ষার্থী, আজ তোমাদের জন্য রসায়ন প্রথমপত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো ১. কোনটি বিষাক্ত রিয়াজেন্ট? ক. টলুইন খ. বেনজিন গ. হেক্সেন ঘ.১-বিউটানল সঠিক উত্তর : খ. বেনজিন ২. ল্যাবরেটরিতে কোন কাজ করা যাবে না? র. খাদ্য গ্রহণ রর. শ্বাস-প্রশ্বাস নেয়া ররর. পান করা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. রর ও ররর ৩. সেমি মাইক্রো অ্যানালাইসিসে নমুনার পরিমাণ থাকে- ক. ১ম খ. ০.০১ম. গ. ০.০০১ম. ঘ. ০.০০০১ম. সঠিক উত্তর : খ. ০.০১ম. ৪. ভুলবসত ক্ষার খেলে কোনটি সেবন করা উচিত? ক. ভিনেগার খ. ফরমালিন গ. সাবান ঘ. আপেল সঠিক উত্তর : ক. ভিনেগার ৫. ফার্স্ট এইড বক্সে থাকে- র. ব্যান্ডেজ গজ রর. স্যাভলন ররর. ফরসেপ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও রর গ রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৬. প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে কোন গস্নাস সামগ্রী প্রয়োজন? ক. আয়তনিক ফ্লাক্স খ. বিকার গ. পিপেট ঘ. বু্যরেট সঠিক উত্তর : ক. আয়তনিক ৭. গঝউঝ পূর্ণরূপ কোনটি? ক. গধঃবৎরধষং ংধভবঃু ধহফ ফধঃধ ংযববঃং. খ. গধঃবৎরধষ ংধাব ধহফ ফবধফ ংযববঃ. গ. গধঃধষ ংধভবঃু ধহফ ফধঃধ ংযববঃং. ঘ. গবঃযড়ফং ংধভবঃু ধহফ ফধঃধ ংযববঃং. সঠিক উত্তর : ক. গধঃবৎরধষং ংধভবঃু ধহফ ফধঃধ ংযববঃং. ৮. ১খ পানিতে কোন পদার্থের যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে দ্রবণের- ক. মোলার দ্রবণ খ. প্রমাণ দ্রবণ গ. মোলারিটি ঘ. মোলালিটি সঠিক উত্তর : গ. মোলারিটি ৯. সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি? ক. সোডিয়াম কার্বনেট খ. পটাশিয়াম ডাই ক্রোমেট গ. অক্সালিক এসিড ঘ. সোডিয়াম হাইড্রোঅক্সাইড সঠিক উত্তর : ঘ. সোডিয়াম হাইড্রোঅক্সাইড \হ ১০. ল্যাবরেটরিতে কোনটি ব্যবহার করা যাবে না? ক. সিনথেটিক কাপড় খ.সুতি কাপড় গ. গগলস ঘ. মুখ বন্ধনী সঠিক উত্তর : ক. সিনথেটিক কাপড় ১১. হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির পরিপন্থী পরমাণুর কোন মডেল- ক. বোর খ. রাদারফোর্ড গ. ভেক্টর গ. সমারফিল্ড সঠিক উত্তর : ক. বোর ১২. হাইড্রোজেন বর্ণালীর অতি বেগুনি অঞ্চলে দেখা যায়- ক. ব্রাকেট সিরিজ খ. বামার সিরিজ গ. প্যাশ্চন সিরিজ ঘ. ল্যাইম্যান সিরিজ সঠিক উত্তর : ঘ. ল্যাইম্যান সিরিজ ১৩. হ= ৩ হলে- র. ৩ভ অরবিটাল অসম্ভব রর. স= -২,-১,০,+১+২ ররর. ষ= ০, ১,২,৩ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ১৪. আলফা রশ্মির আপেক্ষিক চার্জ কত? ক. + ২ খ. +১ গ. -২ ঘ. -১ সঠিক উত্তর : ক. + ২ ১৫. দৃশমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? ক. ২০০-৩৮০হস খ. ৩৮০-৭০০ হস গ. ৭০০-৯০০ হস ঘ. ৯০০-১৩০০ হস সঠিক উত্তর : খ. ৩৮০-৭০০ হস ১৬. নিচের কোন নীতির ভিত্তিতে অরবিটালসমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়? ক. হুন্ডের খ. আফবাউ গ. পলির বর্জন ঘ.ঠঝচঊজ সঠিক উত্তর : খ. আফবাউ ১৭. ঈৎ পরমাণুতে কতটি অযুগ্ম ইলেকট্রন আছে? ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬ সঠিক উত্তর : ঘ. ৬ ১৮. মৌলের যে কোনো উপশক্তিস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? ক. ২হ২ খ. ২(ষ+১) গ. ২(২ষ+১) ঘ. ২ষ+১ সঠিক উত্তর : গ. ২(২ষ+১) ১৯. জাল টাকা শনাক্তকরণে নিম্নের কোন রশ্মিটি ব্যবহৃত হয়? ক.ঘগজ খ. ঢ-জধু গ. ওজ-জধু ঘ. টঠ-জধু সঠিক উত্তর : ঘ. টঠ-জধু ২০. শিখা পরীক্ষায় সোনালি হলুদ শিখা প্রদর্শন করে কোন মৌলটি? ক. ঘধ খ.ক গ.ঈধ ঘ. ঈঁ সঠিক উত্তর : ক. ঘধ