জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: বাংলাদেশের প্রধান ও বৃহত্তম নদীবন্দর কোনটি? উত্তর: পানাম নগর, সোনারগাঁ প্রশ্ন: দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? উত্তর: ব্র্যাক অন্বেষা প্রশ্ন: ঢাকা মেট্রোরেল কত কিলোমিটার দীর্ঘ? উত্তর: ২০.১০ কিলোমিটার (১৬টি স্টেশন থাকবে) প্রশ্ন: বাংলাদেশ চতুর্থ দেশ হিসেবে শততম টেস্ট ম্যাচ কত উইকেটে জয়লাভ করে? উত্তর: ৪ প্রশ্ন : বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত কোন স্থানে হয়? উত্তর : নাটোরের লালপুরে। প্রশ্ন : বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোন স্থানে হয়? উত্তর : সিলেটের লালখানে। প্রশ্ন : বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? উত্তর : সিলেটের শ্রীমঙ্গল। প্রশ্ন : বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি? উত্তর : রাজশাহী। প্রশ্ন : বাংলাদেশের শীতলতম জেলা কোনটি? উত্তর : সিলেট। প্রশ্ন : বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? উত্তর : নাটরের লালপুর। প্রশ্ন : বাংলাদেশের শীতলতম মাস - উত্তর : জানুয়ারি। প্রশ্ন : বাংলাদেশের উষ্ণতম মাস - উত্তর : এপ্রিল।