হাবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি (হাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় নিয়োজিত ড্রাইভার ও হেলপারদের নিয়ে 'সড়ক পরিবহন সংক্রান্ত ট্রাফিক আইন-কানুন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আইআরটি ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। আইআরটির পরিচালক প্রফেসর ড. মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মো. শাহজাহান মন্ডলের সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রফেসর ডা. মো. ফজলুল হক ও পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. মফিজুর ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় ট্রাফিক আইনকানুনের নিয়ম সম্পর্কে প্রশিক্ষণ দেন- দিনাজপুরের মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ দেন- বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ড. কোরবান আলী। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন ড্রাইভার ও হেলপার প্রশিক্ষণ গ্রহণ করেন।