কুয়েটে গণিত উৎসব

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গণিত ক্লাবের আয়োজনে "আন্তঃকুয়েট গণিত উৎসব" সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। আন্তঃকুয়েট গণিত উৎসবের প্রধান দুই অংশ গণিত অলিম্পিয়াড ও গেম- শো অনুষ্ঠিত হয়। ব্রেইন-গেমস ও বিভিন্ন ইন্টার-অ্যাক্টিভ সেশনেরও আয়োজন করা হয়। গণিত উৎসবের আয়োজকরা জানিয়েছেন, গণিতের প্রতি সুস্পষ্ট ধারণা ছাড়া কোন ব্যক্তির পক্ষে বিজ্ঞানের বিষয়বস্তুর উপর পরিপূর্ণ ধারণা রাখা অসম্ভব। আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান বিষয়ে ভীতি ও অনীহা কাজ করে থাকে। তাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের গণিতের প্রতি এই অনাগ্রহ ও ভীতি দূর করতে প্রতিবারের মতো এবারও "আন্তঃকুয়েট গণিত উৎসব" আয়োজন করা হয়েছে। গণিত উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন কুয়েট ম্যাথ ক্লাবের প্রেসিডেন্ট মো. ইমরান হাসান বাপ্পী। এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার-বিতরণী পর্ব যেখানে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ডক্টর শিবেন্দ্র শেখর শিকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আরিফ হোসেন এবং কুয়েট ম্যাথ ক্লাবের প্রেসিডেন্ট মো. ইমরান হাসান বাপ্পী।