জানার আছে অনেক কিছু
সাধারণ জ্ঞান
প্রকাশ | ২৫ মে ২০২৪, ০০:০০
প্রশ্ন: প্রথম আন্ন নারী হিসেবে নোবেল পান-
উত্তর: তাওয়াক্কুল কারমান (২০১১) ইয়েমেন
প্রশ্ন: শান্তিতে সর্বাধিক তিনবার নোবেল পাওয়া সংস্থা-
উত্তর: রেড ক্রস- ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩
প্রশ্ন: সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে-
উত্তর: সুইডিস একাডেমি।
প্রশ্ন: রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পান-
উত্তর: উইন্সটন চার্চিল (১৯৫৩) ব্রিটেন
প্রশ্ন: দার্শনিক হয়ে সাহিত্যে নোবেল পান-
উত্তর: বাট্রান্ড রাসেল (১৯৫০) ব্রিটেন।
প্রশ্ন: সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী নারী-
উত্তর: সুইডেনের 'সেলমা লাগেরলফ' (১৯০৯ সাল)।
প্রশ্ন: ঐতিহ্যগতভাবে যে নোবেল পুরস্কার বৃহস্পতিবার ঘোষণা করা হয়-
উত্তর: সাহিত্যে নোবেল
প্রশ্ন: এশিয়ার প্রথম সাহিত্যে নোবেল বিজয়ী-
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর (গীতাঞ্জলি কাব্যগ্রন্থ-১৯১৩)।
প্রশ্ন: প্রথম মুসলিম হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী-
উত্তর: মিশরের 'নাগিব মাহফুজ (১৯৮৮ সাল)।
প্রশ্ন: চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করে-
উত্তর: সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
প্রশ্ন: চিকিৎসা বিজ্ঞানে প্রথম এশীয় নোবেল বিজয়ী-
উত্তর: ভারতের 'হরগোবিন্দ খোরানা' (১৯২৯ সাল)।
প্রশ্ন: নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মার্কিন প্রেসিডেন্ট-
উত্তর: থিওডর রুজভেল্ট (১৯০৬ সাল)।
প্রশ্ন: পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করে-
উত্তর: রয়েল সুইডিস একাডেমি অব সায়েন্সস।