প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (গণিত)

প্রকাশ | ২৫ এপ্রিল ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য গণিত থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রথম অধ্যায় ১। গুণ্য ক্ম গুণক = কী? উত্তর : গুণফল ২। গুণফল নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর : গুণফল = গুণ্য ক্ম গুণক ৩। যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে? উত্তর : গুণক ৪। গুণ্য নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর : গুণফল গু গুণক ৫। গুণক নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর : গুণফল গু গুণ্য ৬। গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কী পাওয়া যায়? উত্তর : গুণফল ৭। কোনো সংখ্যাকে '০' (শূন্য) দ্বারা গুণ করলে গুণফল কী হবে? উত্তর : শূন্য (০) ৮। ৪৩৭ কে ২৩৫ দ্বারা গুণ করলে গুণফল কত হবে? উত্তর : ১০২৬৯৫ ৯। গুণ্য ৭ এবং গুণফল ২১ হলে গুণক কত? উত্তর : ৩ ১০। গুণক ৩ এবং গুণফল ২৪ হলে গুণ্য কত? উত্তর : ৮ ১১। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে? উত্তর : গুণ্য ১২। কী করলে দুইটি রাশির গুণফলের পরিবর্তন হয় না? উত্তর : গুণ্য ও গুণক পরস্পর স্থান বিনিময় করলে ১৩। গুণফল বের করতে হলে গুণ্য ও গুণকের মাঝখানে কোন চিহ্ন বসাতে হয়? উত্তর : ক্ম ১৪। কোনো সংখ্যাকে কত দ্বারা গুণ করলে গুণফল একই থাকে? উত্তর : ১ দ্বারা ১৫। ১টি বইয়ের দাম ৪০ টাকা হলে, ৫টি বইয়ের দাম কী করে বের করতে হবে? উত্তর : গুণ করে ১৬। তিন অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয়টি ধাপে গুণ করতে হয়? উত্তর : ৩টি ধাপে ১৭। এমন তিনটি সংখ্যা বের কর যাদের গুণফল ও যোগফল সমান। উত্তর : ১, ২ ও ৩ ১৮। ৫০ কে ০ (শূন্য) দ্বারা গুণ করে গুণফলের সাথে ১০ যোগ করলে যোগফল কত হবে? উত্তর : ১০ ১৯। ১১১২ কে ৯৯ দ্বারা গুণ করলে গুণফল কত হবে? উত্তর : ১১০০৮৮ ২০। ৯৯৯৯ ক্ম ৪০০ কে সহজ পদ্ধতিতে গুণ করার জন্য সঠিক প্রকাশ কী? উত্তর : (১০০০০ - ১) ক্ম ৪০০ ২১। ৪৩৭ ক্ম ২৩৫ = ১০২৬৯৫ হলে, গুণ্য কোনটি? উত্তর : ৪৩৭ ২২। ২৪৫৬ ক্ম ২৯৩ = ৭১৯৬০৮ হলে, গুণফল কোনটি? উত্তর : ৭১৯৬০৮ ২৩। ৩৬৫ ক্ম ২১৬ = ৭৮৮৪০ হলে, গুণক কোনটি? উত্তর : ২১৬ ২৪। একটি বইয়ে ১৪৪টি পৃষ্ঠা আছে। এরূপ ২৫টি বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত? উত্তর : ৩৬০০ ২৫। গুণ্য ৭০ এবং গুণক ১০ হলে, গুণফল কত? উত্তর : ৭০০ ২৬। গুণ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং গুণক তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত? উত্তর : ৯৯৯০০ ২৭। এক রিমে ৫০০ তা কাগজ আছে। ৩০০টি রিমে কত তা কাগজ থাকবে? উত্তর : ১৫০০০০ তা কাগজ দ্বিতীয় অধ্যায় ১। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর : ভাজ্য = (ভাজক ক্ম ভাগফল) + ভাগশেষ ২। ভাজ্য কাকে বলে? উত্তর : যে সংখ্যাকে ভাগ করা হয়, তাকে ভাজ্য বলে। ৩। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাকে কী বলে? উত্তর : ভাজক ৪। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর : ভাজক = (ভাজ্য - ভাগশেষ) গু ভাগফল ৫। নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর : ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) গু ভাজক ৬। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর : ভাজক = ভাজ্য গু ভাগফল ৭। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর : ভাজ্য = ভাজক ক্ম ভাগফল