জবিতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

প্রকাশ | ২৫ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ২০১৮-২০১৯ সেশনের ১৪তম ব্যাচের নবীনবরণ ও ২০১২-২০১৩ সেশনের ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে বেলা ১১টায় নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সেলিম ভূঁইয়া। অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি প্রফেসর ড. আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আতিয়ার রহমান, নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর আহম জাহিদুল করিম, ইংরেজি বিভাগীয় অ্যাসোসিয়েট প্রফেসর মমীন উদ্দীনসহ আরো অনেকে। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায় শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।