ইবিতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ২৫ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৩টি বিভাগের নির্বাচিত ১৩২ জন ছাত্রছাত্রী নিয়ে দিনব্যাপী 'স্টকহোল্ডার অন কোয়ালিটি অ্যাসিউরেন্স' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ২৩ এপ্রিল প্রশাসন ভবনের তৃতীয়তলার কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রথম সেশনে (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. কে. এম. আব্দুস ছোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। সেমিনারের স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. কে এম আব্দুস ছোবহান। সেমিনারে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. আকতার হোসেন।