জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশ | ২৫ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে কুমিলস্না হাই স্কুল। দেশের ১১ হাজার ১২০ জন ক্ষুদে ক্রিকেটারদের অংশগ্রহণে ৫৫৮টি স্কুলের মধ্যে ৯৫৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্কুল পর্যায়ে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট আসর। ২৩ এপ্রিল রংপুর ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে নেয় কুমিলস্না হাই স্কুল। ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রংপুরের বিভাগীয় কমিশনার ও রংপুর বিভাগ ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জয়নুল বারী, রংপুর জেলা প্রশাসক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এনামুল হাবীব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক, রংপুর জেলা ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম, প্রাইম ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম রাব্বানিসহ বিসিবি, প্রাইম ব্যাংক, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।