জানার আছে অনেক কিছু
সাধারণ জ্ঞান
প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০
প্রশ্ন : আলোর উৎপত্তির কারণ ্ত
উত্তর : পরমাণুর ইলেকট্রন।
প্রশ্ন : সবচেয়ে সক্রিয় অধাতু ্ত
উত্তর : ফ্লোরিন (ঋ)
প্রশ্ন : অধাতুসমূহ প্রধানত বিদু্যৎ ও তাপ ্ত
উত্তর : অপরিবাহী।
প্রশ্ন : বিদু্যৎ বিলের হিসাব করা হয় ্ত
উত্তর : কিলোওয়াট ঘণ্টা।
প্রশ্ন : পেটা লোহা হলো ্ত
উত্তর : নরম।
প্রশ্ন : আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তাতে মিথেন থাকে ্ত
উত্তর : ৯৫ ু ৯৯%
প্রশ্ন : উষ্ণ ও শীতল স্রোতের মিলনে ্ত
উত্তর : কুয়াশা ও ঝড় হয়।
প্রশ্ন : সমুদ্র স্রোতের অন্যতম কারন ্ত
উত্তর : বায়ু প্রবাহের প্রভাব।
প্রশ্ন : গেস্নাবাল ওয়ারর্মিং এর জন্য দায়ী ্ত
উত্তর : ঈড়২
প্রশ্ন : প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি ্ত
উত্তর : ঈড়২
প্রশ্ন: যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের কী বলে?
উত্তর: প্যাথজেনিক।
প্রশ্ন: মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
উত্তর: স্নায়ুতন্ত্রের।
প্রশ্ন: ইনফেকশন কী?
উত্তরঃ সংক্রমণ।
প্রশ্ন: একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত?
উত্তর: একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা প্রায় ৬ লাখ কোটি থেকে দশ লাখ কোটি পর্যন্ত হতে পারে।
প্রশ্ন: অবস্থান ও কাজের ভিত্তিতে কোষ কয় প্রকার ও কি কি?
উত্তর: দুই প্রকার, দেহ কোষ এবং জনন কোষ।