জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
প্রশ্ন : ঢাকা গেট তৈরি করেন কে? উত্তর : মীর জুমলা প্রশ্ন : ছোট কাটরা তৈরি করেন কে? উত্তর : শায়েস্তা খাঁ প্রশ্ন : লালবাগ দুর্গের পূর্ব নাম কী? উত্তর : আওরঙ্গবাদ দুর্গ প্রশ্ন : লালবাগ দুর্গে সিপাহী বিদ্রোহ হয় কত সালে? উত্তর : ১৮৫৭ সালে। প্রশ্ন : হোসেনী দালান নির্মাণ করেন কে? উত্তর : মীর মুরাদ প্রশ্ন : তারা মসজিদ নির্মাণ করেন কে? উত্তর : মির্জা গোলাম পীর প্রশ্ন : ঢাকা কলেজ স্থাপিত হয় কত সালে? উত্তর : ১৮৪১ সালে প্রশ্ন : ঢাকা ক্লাব স্থাপিত হয় কত সালে? উত্তর : ১৮৫১সালে প্রশ্ন : কার্জন হল স্থাপিত হয় কত সালে? উত্তর : ১৯০৫ সালে