নোবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দুদিনব্যাপী 'ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন সাসটেইন্যাবল অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ ২০১৯' অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নোবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগ এর আয়োজন করে। সেমিনারের উদ্বোধন করেন নোবিপ্রবি ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও নোবিপ্রবি রিজেন্ট বোর্ড সদস্য একরামুল করিম চৌধুরী এমপি। ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মৎস্য বিভাগের ডিরেক্টর জেনারেল আবু সায়েদ মো. রাশেদুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ডিরেক্টর জেনারেল ড. ইয়াহিয়া মাহমুদ, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের (বিএআরসি) এক্সিকিউটিব চেয়ারম্যান ড. কবির একরামুল হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ডিন প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন আহমেদ, ওয়াল্ড ফিসের সাবেক কান্ট্রি ডিরেক্টর ড. ক্রেইগ এ মেইজনার। অনুষ্ঠানে কি-নোট স্পিকার ছিলেন জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের ফলিত জীব বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. তামিজি ইয়ামামোতো এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল ওহাব। সেমিনার আয়োজনের আহ্বায়ক ছিলেন নোবিপ্রবি ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী প্রফেসর আবদুলস্নাহ আল মামুন, পিএইচডি, সদস্য সচিব ছিলেন একই বিভাগের সহকারী প্রফেসর মাহবুবুর রহমান।