পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ | ২০ জুন ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো : ক. গাছপালা ছাড়া আমাদের মৃতু্য অনিবার্য কেন? এর কারণ পাঁচটি বাক্য লেখো। উত্তর :গাছপালা থেকে আমরা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন পাই। তাছাড়া কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশকে বাসযোগ্য করে এই গাছপালা। গাছপালা আমাদের খাদ্যেরও যোগান দেয়। বাসস্থান, জ্বালানি থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে গাছপালার অবদান অপরিসীম। প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব কারণে গাছপালা ছাড়া আমাদের মৃতু্য অনিবার্য। খ. গাছ থেকে আমরা কী কী পাই? পাঁচটি বাক্য লেখো। উত্তর : গাছ থেকে আমরা অক্সিজেন পাই। বিভিন্ন ধরনের ফলমূল গাছে জন্মায়। গাছ থেকে আমরা আসবাব তৈরির কাঠ পাই। জ্বালানি পাই। ঘূর্ণিঝড়, নদীভাঙন থেকে গাছ আমাদের রক্ষা করে। গ. কেন বেশি বেশি গাছ লাগানো উচিত? পাঁচটি বাক্য লেখো। উত্তর : গাছ আমাদের পরম বন্ধু। গাছ থেকে আমরা প্রয়োজনীয় অনেক উপাদান পাই। শ্বাস-প্রশ্বাস থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে গাছ আমাদের উপকারী বন্ধু। গাছ ছাড়া এক দিনও বেঁচে থাকা সম্ভব নয়। খাদ্যশস্য, মসলা ও বিভিন্ন শর্করা জাতীয় খাদ্যও আমরা গাছ থেকে পেয়ে থাকি। তাই বেশি বেশি গাছ লাগাতে হবে। নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো: আর্সেনিক মানবদেহের জন্য ক্ষতিকর এক ধরনের পদার্থ। এর কোনো রং, গন্ধ ও স্বাদ নেই। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে প্রতি লিটার পানিতে ০.০৫ মিলি গ্রামের বেশি আর্সেনিক থাকলে তা মানবদেহের জন্য ক্ষতিকর। আর্সেনিকযুক্ত পানি পান করলে বুকে, পিঠে, পেটে কালো দাগ দেখা দেয় এবং চামড়ার রং কালো হয়ে যায়। হাত পায়ের তালু খসখসে হয়ে ফেটে যায় এবং ক্ষেত্রবিশেষে ছোট ছোট গুটি দেখা দিতে পারে। বমি বমি ভাব, পাতলা পায়খানা, খাওয়া- দাওয়া অরুচি, রক্ত আমাশয়, মুখে ঘাও হতে পারে। কিডনি, লিভার ও ফুসফুস বড় হয়ে যায়। এমনকি আক্রান্ত স্থানে ক্যানসারও হতে পারে। তবে এটি কোনো ছোঁয়াচে রোগ নয়। শরীরে আর্সেনিকের উপসর্গ দেখা দিলে ডাক্তার অথবা স্থানীয় স্বাস্থ্যকর্মীর সাথে দেখা করে তাদের পরার্মশমতো চলতে হবে এবং পরীক্ষার মাধ্যমে যে নলকূপটির মুখ সবুজ রং দিয়ে চিহ্নিত করা হয়েছে সেই নলকূপটির পানি পান করতে হবে। যদি কোনো এলাকায় নলকূপের পানিতে আর্সেনিক দেখা দেয় তবে নদী, পুকুর, বিলের পানি ছেঁকে ২০ মিনিট ফুটিয়ে পান করতে হবে। আবার বৃষ্টি শুরু হওয়ার ৫ মিনিট পরের পানিও পান করা যেতে পারে। আর্সেনিক আক্রান্ত রোগী সব ধরনের খাবার খেতে পারে। তবে রোগীকে শাক-সবজি, ফলমূল ও অন্যান্য পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে। ৩. নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লেখো। শব্দ শব্দার্থ উপসর্গ লক্ষণ ক্যানসার দুরারোগ্য ক্ষতিকর রোগ বিশেষ বিষাক্ত বিষযুক্ত পুষ্টিকর পুষ্টিদেয় এমন আক্রান্ত আক্রমণ করা হয়েছে ক্ষতিকর ক্ষতি হয় এমন ৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো : ক. আর্সেনিক কী? আর্সেনিক আক্রান্ত রোগীর চারটি লক্ষণ লেখো। উত্তর : আর্সেনিক মানবদেহের জন্য ক্ষতিকর এক ধরনের পদার্থ। আর্সেনিক আক্রান্ত রোগীর চারটি লক্ষণ- ১. বুকে, পিঠে, পেটে কালো দাগ দেখা দেয়। ২. চামড়ার রং কালো হয়ে যায়। ৩. হাত পায়ের তালু খসখসে হয়ে ফেটে যায়। ৪. ক্ষেত্রবিশেষে হাত পায়ের তালুতে ছোট ছোট গুটি দেখা দিতে পারে। খ. আর্সেনিক কেন মানবদেহের জন্য ক্ষতিকর তা পাঁচটি বাক্য লেখ। উত্তর : আর্সেনিক যে কারণে মানবদেহের জন্য ক্ষতিকর তা হলো- ১. বমি বমি ভাব ও খাওয়া-দাওয়া অরুচি হয়। ২. অনেক সময় পাতলা পায়খানা ও রক্ত আমাশয় হয়। ৩. মুখে ঘাও হতে পারে। ৪. কিডনি, লিভার ও ফুসফুস বড় হয়ে যায়। ৫. আক্রান্ত স্থানে ক্যানসারও হতে পারে। গ. মনে কর, তোমার এলাকাবাসীর নলকূপের পানিতে আর্সেনিক দেখা দিয়েছে। এ অবস্থায় বিশুদ্ধ পানি সংগ্রহের জন্য তুমি তাদের কী পরামর্শ দেবে তা পাঁচটি বাক্য লেখো। উত্তর : বিশুদ্ধ পানি সংগ্রহের জন্য পাঁচটি পরামর্শ হলো- ১. এলাকার নলকূপের পানি আর্সেনিক মুক্ত কিনা তা জেনে নিতে হবে। ২. নলকূপের মুখে লাল রং দ্বারা চিহ্নিত থাকলে সেই নলকূপ থেকে পানি সংগ্রহ করতে নিষেধ করব। ৩. সবুজ রং দিয়ে চিহ্নিত করা হয়েছে সেই নলকূপটির পানি পান করতে হবে। ৪. নদী, পুকুর, বিলের পানি ছেঁকে ২০ মিনিট ফুটিয়ে পান করতে বলব। ৫. বৃষ্টি শুরু হওয়ার ৫ মিনিট পরের পানিও পান করা যেতে পারে। স্বদেশ শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। কড়ি - এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। টুকটুক - গাঢ়, সুন্দর। শিল্পী - যিনি কোনো শিল্পকলার চর্চা করেন তিনিই শিল্পী- যেমন- সঙ্গীতশিল্পী, চিত্রশিল্পী। পাখপাখালি - নানা ধরনের পাখি। শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শিল্পী টুকটুকে পাখপাখালির কড়ি টাকাপয়সা ক. এ দেশে আগে এখনকার মতো টাকা-পয়সা ছিল না। লোকে কেনা-বেচা করত দিয়ে। উত্তর : কড়ি খ. মেলা থেকে বোনের জন্য একটা জামা কিনে আনব। উত্তর : টুকটুকে গ. জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্র। উত্তর : শিল্পী ঘ. বাংলাদেশের গাছে গাছে শোনা যায় কলকাকলি। উত্তর : পাখপাখালির ৪. নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক) গ্রামবাংলার কোন ছবিটি আমাদের চেনা? উত্তর : বাংলাদেশের সর্বত্রই নদী দেখা যায়। গ্রামবাংলার নদী, নদীর জোয়ার, ঘাটে বাঁধা সারি সারি নৌকা- এই সব মিলে যে ছবি সেটি আমাদের চেনা। খ) কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? উত্তর : বাংলাদেশের ছবির মতো সৌন্দর্য টাকা দিয়ে কেনা যায় না। বাংলাদেশ শস্য-শ্যামল চির সবুজের দেশ। এ দেশে আছে নদী, পাহাড়, সাগরের অপূর্ব সমাহার। গাছে গাছে পাখির কলতান। শান্ত-শ্যামল বাংলাদেশের এই ছবি টাকা-পয়সা দিয়ে কেনা সম্ভব নয়। গ) 'স্বদেশ' কবিতায় কী দেখে ছেলেটির দিন কেটে যায়? উত্তর : বাংলাদেশের প্রকৃতি আর মানুষের জীবনযাত্রা দেখে ছেলেটির সারাটা দিন কাটে। এ দেশে রয়েছে শস্য-শ্যামল মাঠের পর মাঠ। মাঠে মাঠে মানুষ কাজ করে। হাটের মানুষ হাটে যায়। এসব দেখেই ছেলেটির সারাদিন কেটে যায়।