সাধারণ জ্ঞান
জানার আছে অনেক কিছু
প্রকাশ | ২৩ জুন ২০২৪, ০০:০০
প্রশ্ন: যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কী বলে?
উত্তর: রেইন গেজ।
প্রশ্ন: বেশি ভিটামিন নিলে শরীরে কী সমস্যা দেখা দেয়?
উত্তর: মাথাব্যথা ও তন্দ্রাচ্ছন্নতা।
প্রশ্ন: দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি?
উত্তর: ভেগাস।
প্রশ্ন: দৃশ্যমান আলোতে কোন রংয়ের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়?
উত্তর: লাল।
প্রশ্ন: কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?
উত্তর: পরিবহণ পদ্ধতিতে।
প্রশ্ন: দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে?
উত্তর: ইডেমা।
প্রশ্ন: হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয়?
উত্তর: বাম নিলয়।
প্রশ্ন: কী কারণে হীরক উজ্জ্বল দেখায়?
উত্তর: আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে তাই।
প্রশ্ন: লুনার কস্টিক আসলে কী?
উত্তর: সিল্ভার নাইট্রেট।
প্রশ্ন: কমলা লেবুতে কোন এসিড পাওয়া যায়?
উত্তর: এসকরবিক এসিড
প্রশ্ন: কোন হরমোন রক্তচাপ বাড়ায়?
উত্তর: অ্যাড্রেনালিন।
প্রশ্ন: কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে?
উত্তর: লিগামেন্ট।
প্রশ্ন: নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয়?
উত্তর: ২হ
প্রশ্ন: গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে?
উত্তর: ক্লোরোপস্নাস্টে।
প্রশ্ন: "ঐবধৎঃ ড়ভ ঐবধৎঃ" কাকে বলে?
উত্তর: হিজ-এর বান্ডিল।
প্রশ্ন: কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা বাড়ে নাকি কমে?
উত্তর: বাড়ে।
প্রশ্ন: ব্রঙ্কাইটিস কিসের রোগ?
উত্তর: শ্বাসনালীর রোগ।
প্রশ্ন: জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয়?
উত্তর: জিওলাইট।