সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৪ জুন ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
উইলিয়াম গ্রে ওয়ালটার
প্রশ্ন: উদ্ভিদ কোষ থেকে পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়ার নিয়মকে কী বলে? উত্তর:প্রস্বেদন। প্রশ্ন:ক্রেবস চক্রে মোট কত অনু এটিপি তৈরি হয়? উত্তর:১২ অনু। প্রশ্ন:হাঙর মাছের কতগুলি ফুলকা ছিদ্র আছে? উত্তর:৭ জোড়া। প্রশ্ন:কোন স্তন্যপায়ী প্রাণীর জইঈ নিউক্লিয়াস যুক্ত? উত্তর:উট। প্রশ্ন:কম্পিউটার কে আবিষ্কার করেন? উত্তর:হাওয়ার্ড এইকিন। প্রশ্ন:বিদু্যৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কেন? উত্তর:শীতকালে তার ঠান্ডায় সংকুচিত হয় বলে। প্রশ্ন:বৃক্কে প্রতি মিনিটে কত পরিমাণ রক্ত প্রবাহিত হয়? উত্তর:১২০০মিলিলিটার। প্রশ্ন:কফিতে কোন উপাদান থাকে? উত্তর:ক্যাফেইন। প্রশ্ন:ক্ষুদ্রান্ত্রের 'ঈ' আকৃতির অংশকে কী বলে? উত্তর:ডিওডিনাম। প্রশ্ন:কয়টি পদ্ধতিতে তাপ পরিবহণ হয়? উত্তর:৩টি। প্রশ্ন:কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? উত্তর:ব্রোমিন। প্রশ্ন:স্ত্রী দেহে স্তন গ্রন্থি কীসের প্রকৃত রূপান্তর? উত্তর:ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গস্ন্যান্ড। প্রশ্ন:কাচ তৈরির প্রধান কাঁচামাল কী? উত্তর:বালি। প্রশ্ন:পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? উত্তর:ভিটামিন বি ১২। প্রশ্ন:কোন বস্তুর ত্বরণ বলতে কী বুঝায়? উত্তর:সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। প্রশ্ন:কানসারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি? উত্তর:ইন্টারফেরণ প্রয়োগ। প্রশ্ন:ইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? উত্তর:সিনকোনা। প্রশ্ন:কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী? উত্তর:করপিক্রিন। প্রশ্ন:ব্যাঙের শীতঘুমকে কী বলে? উত্তর:হাইবারনেশান। প্রশ্ন:কে প্রথম রোবট আবিষ্কার করেন? উত্তর:উইলিয়াম গ্রে ওয়ালটার।