দশম শ্রেণির অর্থনীতি

প্রকাশ | ২৪ জুন ২০২৪, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ
বাজার ১৬. স্বাভাবিক মুনাফা কী? উত্তর : মোট আয় এবং মোট ব্যয় সমান হলে তাকে স্বাভাবিক মুনাফা বলে। ১৭. স্বল্পকালীন বাজার বলতে কী বোঝায়? উত্তর : স্বল্পকালীন বাজার বলতে সেই বাজারব্যবস্থা বোঝায় যেখানে চাহিদার পরিবর্তন হলে জোগান খানিকটা সাড়া দিতে সক্ষম। স্বল্পকালীন বাজারে ফার্ম নির্দিষ্ট আয়তনের মধ্য থেকে পরিবর্তনশীল উপকরণগুলোর পরিবর্তনের মাধ্যমে জোগানে খানিকটা পরিবর্তন আনতে পারে। আবার বাজারে দ্রব্যের চাহিদা কমে গেলে ফার্ম উৎপাদন কমাতেও পারে বা বাজারের অবস্থা খুব খারাপ হলে উৎপাদন সাময়িকভাবে বন্ধও করে দিতে পারে। ১৮. উপকরণের পূর্ণ গতিশীলতা বলতে কী বোঝায়? উত্তর : উপকরণের পূর্ণ গতিশীলতা বলতে পূর্ণ প্রতিযোগিতার বাজারে উপকরণের অবাধ বিচরণ বোঝায়। উপকরণের পূর্ণ গতিশীলতা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি উলেস্নখযোগ্য বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শ্রম উপকরণসহ অন্যান্য উপকরণ বিচরণের ক্ষেত্রে কোনোরূপ বাধানিষেধ থাকে না। বিভিন্ন শিল্পের মধ্যে উপকরণের গতিশীলতা থাকায় উপকরণের দাম সর্বত্র সমান থাকে। ১৯. একচেটিয়া কারবারির মূল লক্ষ্য কী? উত্তর :একচেটিয়া কারবারির মূল লক্ষ্য সর্বাধিক মুনাফা অর্জন করা। ২০. শিল্প কী? উত্তর :শিল্প হলো অর্থনৈতিক এমন একটি প্রতিষ্ঠান যার অধীনে অসংখ্য ফার্ম থাকতে পারে। ২১. দীর্ঘকালীন বাজার বলতে কী বোঝায়? উত্তর :দীর্ঘকালীন বাজার বলতে এমন বাজার ব্যবস্থা বোঝায় যেখানে চাহিদার যে কোনো পরিবর্তনের সাথে জোগানের যে কোনো পরিবর্তন সম্ভব। দীর্ঘকালীন বাজারের ক্ষেত্রে কোনো উৎপাদক প্রতিষ্ঠান তার উৎপাদনের আয়তন এবং উপকরণের সম্পূর্ণ পরিবর্তন সাধন করতে পারে। ২২. অর্থবাজার কী? উত্তর :অর্থবাজার একটি প্রক্রিয়া যেখানে অর্থের মাধ্যমে ক্রেতা-বিক্রেতার দ্রব্য বা সেবা বেচাকেনা হয়। ২৩. ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কী? উত্তর : একটি মাত্র দ্রব্য উৎপাদন করে এমন একটি প্রতিষ্ঠানকে ফার্ম বলে। অন্যদিকে একই ধরনের পণ্য উৎপাদনকারী ফার্মের সমষ্টিকে শিল্প বলে। যেমন : দর্শনা চিনিকল একটি ফার্ম। কিন্তু দেশের সব চিনিকলগুলো নিয়ে চিনি শিল্প। ২৪. উপকরণ কাকে বলে? উত্তর : কোনো কিছু উৎপাদনের জন্য যেসব বস্তু বা সেবাকর্ম প্রয়োজন হয় সেগুলোকে উপকরণ বলে। ২৫. উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ বলতে কী বোঝায়? উত্তর :উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ বলতে সমজাতীয় দ্রব্যগুলোকে বাহ্যিক ও গুণগত দিক থেকে পৃথক করা বোঝায়। একচেটিয়া প্রতিযোগিতার অধীনে বিভিন্ন ফার্ম যেসব পণ্য উপৎপাদন করে সেগুলো অনেকটা সদৃশ্য হলেও একটি অপরটি থেকে পৃথক করা সম্ভব। কারণ দ্রব্যগুলো গুণগত ও বাহ্যিক দিক থেকে কিছুটা পৃথক হয়ে থাকে। অর্থাৎ দ্রব্য পৃথকীকরণের অর্থ হচ্ছে বিভিন্ন ফার্মের উৎপাদিত দ্রব্য পুরোপুরি সমজাতীয় নয়। অর্থনীতি পরিচয় ১. অর্থনীতিতে সাধারণত কয় ধরনের প্রতিনিধি থাকে? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ সঠিক উত্তর : ক. ২ ২. পৃথিবীতে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ সঠিক উত্তর : গ. ৪ ৩. উদ্যোক্তার অবশিষ্ট আয়টিকে কী বলা হয়? ক. শ্রম খ. মজুরি গ. খাজনা ঘ. মুনাফা সঠিক উত্তর : ঘ. মুনাফা ৪. ভূমির মালিক কী উপার্জন করেন? ক. মজুরি খ. শ্রম গ. খাজনা ঘ. মুনাফা সঠিক উত্তর : গ. খাজনা ৫. উৎপাদনের উপাদানগুলো ক্রয় করেন কে? ক. শ্রমিক খ. ফার্মের মালিক গ. জমির মালিক ঘ. বিনিয়োগকারী সঠিক উত্তর : খ. ফার্মের মালিক ৬. কোথায় ধনতন্ত্রের অর্থনীতির সূত্রপাত ঘটে? ক. ইউরোপে খ. আমেরিকায় গ. রাশিয়ায় ঘ. জাপানে সঠিক উত্তর : ক. ইউরোপে ৭. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনকারীর লক্ষ্য কী থাকে? ক. মুনাফা খ. পর্যাপ্ত চাহিদা গ. সর্বোচ্চ মুনাফা ঘ. অধিক উৎপাদন সঠিক উত্তর : গ. সর্বোচ্চ মুনাফা ৮. জাকাত ও ফিতরার ব্যবস্থা কোন অর্থনীতিতে আছে? ক. সমাজতান্ত্রিক খ. ইসলামি গ. মিশ্র ঘ. ধনতান্ত্রিক সঠিক উত্তর : খ. ইসলামি ৯. ভোক্তার স্বাধীনতার অভাব থাকে কোন অর্থনৈতিক ব্যবস্থায়? ক. ধনতান্ত্রিক খ. মিশ্র গ. ইসলামি ঘ. সমাজতান্ত্রিক সঠিক উত্তর : ঘ. সমাজতান্ত্রিক হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়