বশেমুরবিপ্রবিপিতে মতবিনিময় সভা

প্রকাশ | ২৪ জুন ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবিপি) উপাচার্য ডক্টর কাজী সাইফুদ্দিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে ২২ জুন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মো. মুছা খান, প্রভাষক সুমাইয়া সুলতানা এবং মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমা আক্তার উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্য ডক্টর কাজী সাইফুদ্দিন জানান, এ বছর গুচ্ছ পরীক্ষা শেষে ভর্তির জন্য পিরোজপুরের এ বিশ্ববিদ্যালয়টিতে মোট ১৬০টি আসনের বিপরীতে ২০৫২টি আবেদন পড়েছিল। যা দেশের নতুন চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ। আবেদনকারীদের মধ্যে বশেমুরবিপ্রবিপিতে প্রথম ধাপের শেষ দিন ৮ জুন পর্যন্ত ১৫১ শিক্ষার্থী তাদের ভর্তি নিশ্চিত করেন। সভায় পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ জেলার বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উলেস্নখ্য, ২০২২ সালে পিরোজপুরে প্রতিষ্ঠিত এ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে দুটি অনুষদের অধীনে চারটি বিভাগে (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান অনুষদভুক্ত গণিত, মনোবিজ্ঞান ও পরিসংখ্যান) শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। চারটি বিভাগে মোট আসন সংখ্যা ১৬০টি।