দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ১৭ জুলাই ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
৭৪. সঞ্চিতা জাপানের ভূপ্রকৃতি ও সেখানকার জীবনযাত্রা সম্পর্কে জ্ঞান লাভ করতে চায়। সে ভূগোলের কোন শাখার কাছ থেকে সাহায্য নেবে? ক. প্রাকৃতিক ভূগোলের খ. রাজনৈতিক ভূগোলের গ. মানব ভূগোলের ঘ. আঞ্চলিক ভূগোলের উত্তর :ঘ. আঞ্চলিক ভূগোলের ৭৫. আব্দুলস্নাহপুরে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। এর কারণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি জানতে হলে তুমি কোন বইয়ের সাহায্য নেবে ? ক. সামাজিক বিজ্ঞান খ. ভূতত্ত্ব ও খনিবিদ্যা গ. ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ঘ. পদার্থবিজ্ঞান উত্তর :গ. ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ৭৬. গ্রিনহাউস গ্যাসের প্রতিক্রিয়া ও এর প্রভাব আমরা কোন বই পাঠ করে জানতে পারি? ক. সমাজবিজ্ঞান ও অর্থনীতি খ. রাষ্ট্রবিজ্ঞান ও পৌরনীতি গ. ভূগোল ও পরিবেশ ঘ. উদ্ভিদ বিদ্যা ও প্রাণিবিজ্ঞান উত্তর:গ. ভূগোল ও পরিবেশ ৭৭. প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে মানুষ কোন দিকে লাভবান হয়? ক. সামাজিক খ. রাজনৈতিক গ. অর্থনৈতিক ঘ. পরিবেশগত উত্তর :গ. অর্থনৈতিক ৭৮. প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়- র. পৃথিবীর ভূমিরূপ রর. পৃথিবীর গঠন প্রক্রিয়া ররর. রাষ্ট্রের সরকার ব্যবস্থা নিচের কোনটি সঠিক? ক. র খ. র ও রর গ. ররর ঘ. র, রর ও ররর উত্তর :খ. র ও রর ৭৯. অর্থনৈতিক ভূগোল বর্ণনা করে- র. খনিজ সম্পদ আহরণ রর. ব্যবসা বাণিজ্য পরিচালনা ররর. বনজ সম্পদ সংগ্রহ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ঘ. র, রর ও ররর ৮০. ভূগোল ও পরিবেশ পাঠ করে আমরা জানতে পারি- র. মানুষ ও তার পরিবেশের কর্মকান্ড রর. পৃথিবীর জলবায়ু পরিবর্তন ররর. মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পন্থা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর ৮১. বর্তমানে ভূগোল বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছে- র. ভূমিরূপ বিদ্যা ও আবহাওয়াবিদ্যা রর. সমুদ্রবিদ্যা ও মৃত্তিকাবিদ্যা ররর. প্রাণিবিদ্যা ও সমাজবিদ্যা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ঘ. র, রর ও ররর ৮২. ভূগোলের পরিধির বিস্তৃতি ঘটেছে- র. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের কারণে রর. চিন্তা ধারণায় পরিবর্তন আসায় ররর. সামাজিক মূল্যবোধের পরিবর্তন হওয়ায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ঘ. র, রর ও ররর ৮৩. পরিবহন ভূগোলে আলোচিত হয়- র. যাতায়াত ব্যবস্থা রর. পণ্যের স্থানান্তর ব্যবস্থা ররর. সংখ্যাতাত্ত্বিক কৌশল নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ক. র ও রর ৮৪. মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে- র. প্রাকৃতিক পরিবেশ রর. সামাজিক পরিবেশ ররর. পারিবারিক পরিবেশ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ঘ. র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৭১ ও ৭২ নং প্রশ্নের উত্তর দাও : জনাব সরাফত আলী ব্যবসায়িক কাজে বেশ কিছুদিন চীন দেশে অবস্থান করেন। তিনি সেদেশের লোকদের চলাফেরা, আচার-আচরণ, খাদ্যাভ্যাস ও জীবনধারায় ব্যাপক বৈচিত্র্য লক্ষ করলেন। ৮৫. অনুচ্ছেদে উলিস্নখিত দেশের পরিবেশ কোন পরিবেশকে ইঙ্গিত করে? ক. প্রাকৃতিক পরিবেশ খ. সামাজিক পরিবেশ গ. জীব পরিবেশ ঘ. জড় পরিবেশ উত্তর :খ. সামাজিক পরিবেশ ৮৬. অনুচ্ছেদ পর্যালোচনা করে আমরা পাই- ক. চীন দেশের লোকজনের বৈশিষ্ট্য স্বতন্ত্র খ. বাংলাদেশের লোকজনের বৈশিষ্ট্য স্বতন্ত্র গ. অঞ্চলভেদে মানুষের বৈশিষ্ট্য বৈচিত্র্যময় ঘ. চীন ও বাংলাদেশের মানুষের সামাজিক পরিবেশ অভিন্ন উত্তর :গ. অঞ্চলভেদে মানুষের বৈশিষ্ট্য বৈচিত্র্যময় সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিচের ছকটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও : ক. ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেছেন? খ. সমুদ্রবিদ্যার বিষয়বস্তু কী? গ. গ্রম্নপ 'অ'-এর উপাদানগুলো কোন পরিবেশের অন্তর্গত? ব্যাখ্যা কর। ঘ. মানব জীবনে গ্রম্নপ 'অ' এবং গ্রম্নপ 'ই' এর প্রভাব বিশ্লেষণ কর। উত্তর: ক. প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটসথেনিস সর্বপ্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেছেন। খ. সমুদ্রবিদ্যা প্রাকৃতিক ভূগোলের অন্যতম শাখা। বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান, অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়বস্তু। গ. গ্রম্নপ 'অ'-এর উপাদানগুলো প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। পরিবেশ দুই প্রকার। ভৌত বা প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। এই পরিবেশে থাকে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী। আর মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষের আচার-আচরণ, উৎসব-অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তা হলো সামাজিক পরিবেশ। তাই উদ্দীপকে উলিস্নখিত গ্রম্নপ 'অ'-এর উপাদানগুলো তথা পাহাড়-পর্বত, মানুষ, জলবায়ু, গাছপালা ইত্যাদি ভৌত বা প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়