জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি (বিজ্ঞান)

শামুক কোন পবের্র প্রাণী?

প্রকাশ | ২৩ জুন ২০১৮, ০০:০০ | আপডেট: ২৩ জুন ২০১৮, ১২:১৪

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। অধ্যায় Ñ ১ জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৯৭। কোন পবের্র প্রাণীর দেহত্বক কঁাটাযুক্ত? উত্তর : একাইনোডারমাটা। ৯৮। শামুক ও ঝিনুক কী দিয়ে চলাচল করে? উত্তর : পেশিবহুল পা দিয়ে। ৯৯। শামুক ও ঝিনুক কোন পবের্র প্রাণী? উত্তর : মলাস্কা। ১০০। কোন পবের্র প্রাণীদের দেহ নরম? উত্তর : মলাস্কা। ১০১। তারামাছ কীসের সাহায্যে চলাচল করে? উত্তর : নালী পদের সাহায্যে। ১০২। কোন পবের্র প্রাণীদের পানি সংবহনতন্ত্র থাকে? উত্তর : একাইনোডারমাটা। ১০৩। কোন পবের্র প্রাণীদের নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে? উত্তর : মলাস্কা। ১০৪। কোন পবের্র সব প্রাণী সামুদ্রিক? উত্তর : একাইনোডারমাটা। ১০৫। কোন পবের্র কিছু কিছু প্রজাতি পাহাড় অঞ্চলে, বনে-জঙ্গলে ও স্বাদু পানিতে বাস করে? উত্তর : মলাস্কা। ১০৬। পূণার্ঙ্গ প্রাণীতে মাথা, অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নিণর্য় করা যায় না? উত্তর : একাইনোডারমাটা। ১০৭। কোন পবের্র প্রাণীরা সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে? উত্তর : মলাস্কা। ১০৮। কোন পবের্র প্রাণীদের গঠন, বাসস্থান ও স্বভাব বৈচিত্র্যপূণর্? উত্তর : মলাস্কা। ১০৯। কোন পবের্র প্রাণীদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না? উত্তর : একাইনোডারমাটা। ১১০। কোন পবের্র অধিকাংশ প্রাণী মুক্তজীবী? উত্তর : একাইনোডারমাটা। ১১১। কোন পবের্র বহু প্রজাতি ডাঙ্গায় বাস করে? উত্তর : কডার্টা। ১১২। কডার্টা পবের্ক কয়টি উপপবের্ ভাগ করা হয়েছে? উত্তর : তিনটি। ১১৩। কডার্টা পবের্র উপপবর্ তিনটির নাম লিখ। উত্তর : ইউরোকডার্টা, সেফালোকডার্টা, ভাটির্ব্রাটা। ১১৪। কোন উপপবের্র প্রাণীরা মেরুদÐী প্রাণী হিসেবে পরিচিত? উত্তর : ভাটির্ব্রাটা। ১১৫। কোন পবের্র প্রাণীরা পৃথিবীর সব পরিবেশে বাস করে? উত্তর : কডার্টা। ১১৬। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদÐী প্রাণীদের কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে? উত্তর : ৭টি। ১১৭। কোন কডার্টাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বাস করে? উত্তর : জলচর কডার্টাদের। ১১৮। কোন পবের্র বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী ও খেচর জীবনযাপন করে? উত্তর : কডার্টা। ১১৯। কডার্টা পবের্র কোন উপপবের্র প্রাণীদের দেখতে মাছের মতো? উত্তর : সেফালোকডার্টা। ১২০। এসিডিয়া কডার্টা পবের্র কোন উপপবের্র উদাহরণ? উত্তর : ইউরোকডার্টা। ১২১। কোন পবের্র বহু প্রাণী বহিঃপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে? উত্তর : কডার্টা। ১২২। ব্রাঙ্কিওস্টোমা কডার্টা পবের্র কোন উপপবের্র উদাহরণ? উত্তর : সেফালোকডার্টা। ১২৩। মানুষ, কুনো ব্যাঙ ও রুই মাছ কোন পবের্র উদাহরণ? উত্তর : কডার্টা।