জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ০৭ মে ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
শায়েস্তা খাঁ
প্রশ্ন : লালবাগ কেলস্না কে নির্মাণ শেষ করেন? উত্তর : শায়েস্তা খাঁ। প্রশ্ন : ষাটগম্বুজ মসজিদ কে নির্মাণ করেন? উত্তর : খান জাহান আলী। প্রশ্ন : লালবাগ কেলস্না কে নির্মাণ শুরু করেন? উত্তর : যুবরাজ মোহাম্মদ আযম। প্রশ্ন : লালবাগ কেলস্নার আদি নাম কী? উত্তর : আওরঙ্গবাদ দুর্গ। প্রশ্ন : বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী? উত্তর : শাপলা। প্রশ্ন : বাংলাদেশের জাতীয় পশুর নাম কী? উত্তর : রয়েল বেঙ্গল টাইগার। প্রশ্ন : বাংলাদেশের জাতীয় বনের নাম কী? উত্তর : সুন্দরবন। প্রশ্ন : বাংলাদেশের জাতীয় মাছের নাম কী? উত্তর : ইলিশ। প্রশ্ন : বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কী? উত্তর : বায়তুল মোকাররম। প্রশ্ন : বাংলাদেশের জাতীয় বিমানবন্দরের নাম কী? উত্তর : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। প্রশ্ন : বাংলাদেশের জাতীয় জাদুঘর কোনটি? উত্তর : শাহবাগ জাতীয় জাদুঘর। প্রশ্ন : বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোনটি? উত্তর : সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার, ঢাকা।