ঢাবিতে মু্যরাল উদ্বোধন

প্রকাশ | ০৭ মে ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে ব্রিটিশবিরোধী আন্দোলনের সৈনিক মাস্টারদা সূর্যসেনের মু্যরাল উদ্বোধন এবং একই সঙ্গে সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েসনের পক্ষ থেকে অসচ্ছল ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। ৫ মে মাস্টারদা সূর্যসেন হলে মু্যরালটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আখতারুজ্জামান। এরপর বৃত্তি প্রদান অনুষ্ঠানের জন্য একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতির দায়িত্ব পালন করেন সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, অ্যালামনাইয়ের নেতা, ডাকসুর জিএস সাদ্দাম হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সূর্যসেন হল সংসদের ভিপি মারিয়াম জামান খান সোহান ও জিএস সিয়াম রহমানসহ অন্য নেতাকর্মীরা। এ সময় হলের কম্পিউটার ল্যাব, ১৮টি ওয়াটার পিউরিফাইয়ার এবং ৩০টি ওয়েস্টবিনেরও উদ্বোধন করেন উপাচার্য।