৭ম শ্রেণির পড়াশোনা (বাংলা দ্বিতীয় পত্র)

প্রকাশ | ০৮ মে ২০১৯, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে-
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। সন্ধি ১৮. 'দিগন্ত' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. দিগ্‌+অন্ত খ. দিক+অন্ত গ. দিগ+অন্ত ঘ. দিগ+ন্ত সঠিক উত্তর : খ. দিক+অন্ত ১৯. 'সুবন্ত' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. সুব+অন্ত খ. সুপ+অন্ত গ. সুপ+ন্ত ঘ. সু+পন্ত সঠিক উত্তর : খ. সুপ+অন্ত ২০. 'উচ্ছ্বাস' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. উত্‌+শ্বাস খ. উত্‌+ছাস গ. উত্‌+মাস ঘ. উত্‌+চ্ছাস সঠিক উত্তর: ক. উত্‌+শ্বাস ২১. 'সংবাদ'-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. সং+বাদ খ. স+বাদ গ. সম্‌+বাদ ঘ. সহি+বাদ সঠিক উত্তর: গ. সম্‌+বাদ ২২. 'সন্ধি'-এর সন্ধিবিচ্ছেদ কী? ক. সম্‌+ধি খ. সম+ধি গ. সম্‌+ন্ধি ঘ. সন্‌+ধি সঠিক উত্তর: ক. সম্‌+ধি ২৩. 'সন্তাপ' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. সন্‌+তাপ খ. সম্‌+তাপ গ. সং+তাপ ঘ. সোম+তাপ সঠিক উত্তর: খ. সম্‌+তাপ ২৪. 'বনস্পতি'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. বনঃ+পতি খ. বনস্‌+পতি গ. বন+পতি ঘ. বন+স্পতি সঠিক উত্তর: গ. বন+পতি শব্দ ও পদ ১। বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণসমষ্টি বাক্যের অর্থগ্রাহ্যতায় সাহায্য করে, তাকে কী বলে? ক. শব্দ বিভক্তি খ. নাম বিভক্তি গ. বিভক্তি ঘ. প্রযোজ্য কর্তা সঠিক উত্তর : গ. বিভক্তি ২। সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে- এই বাক্যের কোন পদে শূন্য বিভক্তি? ক. উঠেছে খ. আকাশে গ. সন্ধ্যায় ঘ. চাঁদ সঠিক উত্তর: ঘ. চাঁদ