জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ০৮ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন : বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি? উত্তর : ভাওয়াল ন্যাশনাল উদ্যান। প্রশ্ন : বাংলাদেশের জাতীয় কবির নাম কী? উত্তর : কাজী নজরুল ইসলাম। প্রশ্ন : বাংলাদেশের জাতীয় শিশুপার্ক কোনটি? উত্তর : শহীদ জিয়া শিশুপার্ক। প্রশ্ন : বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? উত্তর : হা-ডু-ডু। প্রশ্ন : বাংলাদেশের জাতীয় ফল কোনটি? উত্তর : কাঁঠাল। প্রশ্ন : বাংলাদেশের জাতীয় উৎসব কোনটি? উত্তর : বাংলা বর্ষবরণ উৎসব। প্রশ্ন : দেশের জাতীয় চিড়িয়াখানা কোথায় অবস্থিত? উত্তর : রাজধানী ঢাকার মিরপুরে। প্রশ্ন : কৃষি কাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি? উত্তর : পলি মাটি। প্রশ্ন : বাংলাদেশের মোট কৃষি জমির পরিমাণ কত? উত্তর : ২,০৪,৮৪,৫৬১ একর। প্রশ্ন : বাংলাদেশের মোট চাষাবাদযোগ্য জমির পরিমান কত? উত্তর : ১,৭৭,৭১,৩৩৯ একর।