যবিপ্রবিতে রসায়ন বিভাগ দিবস পালিত

প্রকাশ | ০৮ মে ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
কেক কাটাসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগ দিবস পালন করা হয়েছে। একই অনুষ্ঠানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুল ও একাডেমিক ক্যালেন্ডার দিয়েও বরণ করে নেয়া হয়েছে। যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ৫৪০ নম্বর কক্ষে ৬ মে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। এর আগে রসায়ন বিভাগের নবীনদের ফুল ও একাডেমিক ক্যালেন্ডার দিয়ে বরণ করে নেন অতিথিরা। কেক কাটা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি লাইব্রেরি ভবন-প্রশাসনিক ভবনের সামনে দিয়ে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। বিকেলে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. সুমন চন্দ্র মোহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ড. শিমুল সাহা, ড. মো. আজিজুর রহমান খান, আতাউল কবির, মো. শহিদুল ইসলাম, ড. জান্নাতুল কাউছার, প্রভাষক সাগর পান্ডে প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান ও রাখি কুন্ডু।