দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ১৬ আগস্ট ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
অষ্টম অধ্যায় ২৩. কোন বসতিতে ব্যবসায় বাণিজ্যের স্থান নগণ্য? ক) পৌর বসতি খ) অকৃষি গ্রামীণ বসতি গ) গ্রামীণ বসতি ঘ) ক ও খ উভয়ই সঠিক উত্তর :ঘ) ক ও খ উভয়ই ২৪. কোন সময় হরপ্পা ও মহেঞ্জোদারো নগরীর উৎপত্তি হয়েছিল? ক) খ্রিষ্টপূর্ব ২৫০০ খ) খ্রিষ্টপূর্ব ৩০০০ গ) খ্রিষ্টপূর্ব ৩৫০০ ঘ) খ্রিষ্টপূর্ব ৪০০০ সঠিক উত্তর :ক) খ্রিষ্টপূর্ব ২৫০০ ২৫. গ্রামীণ ও শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার বেড়ে চলেছে কেন? ক) জীবনযাত্রার মান উন্নয়নের ফলে খ) আধুনিকায়নের কারণে গ) নগরায়নের ফলে ঘ) জনসংখ্যা বৃদ্ধির ফলে সঠিক উত্তর :ঘ) জনসংখ্যা বৃদ্ধির ফলে ২৬. বিক্ষিপ্ত বসতির জন্ম দেয়- র. জলাভাব রর. বনভূমি ররর. অনুর্বর মাটি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :ঘ) র, রর ও ররর ২৭.যে শহর অর্থনৈতিক দিক দিয়ে যত উন্নত তার লোক আকর্ষণ ক্ষমতা- ক) তত কম খ) কম গ) তত বেশি ঘ) কোনোটিই নয় সঠিক উত্তর :ঘ) কোনোটিই নয় ২৮. মানুষ স্থিতিশীল জনগোষ্ঠীতে পরিণত হলো কখন? ক) যখন নিজেই প্রতিরক্ষা করতে পারল খ) যখন খাদ্য সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারল গ) যখন খাদ্য সংগ্রহের জন্য শিকার করতে হতো ঘ) যখন বসতি গড়তে শিখলো সঠিক উত্তর : খ) যখন খাদ্য সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারল ২৯.অর্থনৈতিক দিক থেকে উন্নত স্থানে গড়ে উঠে? র. বসতি রর. রাস্তা ররর. খামার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ক) র ও রর ৩০.আয়তন ও কর্মধারার ভিত্তিতে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতিকে কয় ভাগে ভাগ করা যায়? ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে সঠিক উত্তর : ক) ২ ভাগে ৩১. পশুচারণ এলাকায় সাধারণত কোন ধরনের বসতি দেখা যায়? ক) ছড়ানো খ) পুঞ্জিভূত গ) অনুকেন্দ্রিক ঘ) সবকয়টিই সঠিক উত্তর: ক) ছড়ানো ৩২. উর্বর মাটিতে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে? ক) বিক্ষিপ্ত খ) পুঞ্জিভূত গ) বৃত্তাকার ঘ) সরল রৈখিক সঠিক উত্তর: খ) পুঞ্জিভূত ৩৩. গ্রামীণ গোষ্ঠীবদ্ধ বসতির অর্থনীতির ভিত্তি হলো- ক) শিল্প খ) কৃষি গ) বাণিজ্য ঘ) কোনটিই নয় সঠিক উত্তর: খ) কৃষি ৩৪. আলোকজান্দ্রিয়া ও তাজিকিস্তানের সমতল ভূমিতে কোন নগরীর উৎপত্তি হয়েছে? ক) হরপ্পা খ) মহেঞ্জোদারো গ) সমরকন্দ ঘ) কোনোটিই নয় সঠিক উত্তর: গ) সমরকন্দ ৩৫. নিচের কোনটি গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতির বৈশিষ্ট্য নয়? ক) বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম খ) বাসগৃহের একত্রে সমাবেশ গ) অকৃষিভিত্তিক কর্মকান্ড ঘ) কৃষিভিত্তিক কর্মকান্ড সঠিক উত্তর: গ) অকৃষিভিত্তিক কর্মকান্ড ৩৬. মেয়াফিস ও থেবস নগরী কোন সময়ে উৎপত্তি হয়েছিল? ক) খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দ খ) খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ গ) খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ ঘ) খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দ সঠিক উত্তর: খ) খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ ৩৭. প্রাচীনকালে প্রতিরক্ষার সুবিধার জন্যে মানুষ কোন ধরনের বসতি স্থাপন করে? ক) বৃত্তাকার খ) বিক্ষিপ্ত গ) পুঞ্জিভূত ঘ) সরল রৈখিক সঠিক উত্তর: গ) পুঞ্জিভূত ৩৮. নিচের কোন নদীর পাশ দিয়ে রৈখিক বসতি দেখা যায় না? ক) মহানন্দা খ) তিস্তা গ) যমুনা ঘ) করতোয়া সঠিক উত্তর: ঘ) করতোয়া ৩৯. বিক্ষিপ্ত বসতির উদাহরণ- র. যুক্তরাষ্ট্রের খামার বসতি রর. অস্ট্রেলিয়ার মেষপালন কেন্দ্র ররর. হিমালয়ের বন্ধুর পার্বত্য অঞ্চল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ঘ) র, রর ও ররর ৪০. স্বভাবতই গ্রামীণ বসতি কোথায় তৈরি করা হয়? ক) নদীর পাড় খ) বদ্ধ জায়গায় গ) রাস্তার পাশে ঘ) খোলামেলা জায়গায় সঠিক উত্তর: ঘ) খোলামেলা জায়গায় ৪১. শহরে বস্তি গড়ে উঠে কেন? ক) আবাস সংকটের কারণে খ) বাসস্থান ব্যয়বহুল হওয়ায় গ) শহরের লোকজন দরিদ্র হওয়ায় ঘ) গ্রাম থেকে আগত মানুষগুলো আবাসিক এলাকায় স্থান না পাওয়ায় সঠিক উত্তর: ঘ) গ্রাম থেকে আগত মানুষগুলো আবাসিক এলাকায় স্থান না পাওয়ায় ৪২. বন্ধুর বসতিতে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার অন্যতম কারণ- র. অসমতল জায়গা রর. যোগাযোগ ব্যবস্থার অভাব ররর. অর্থনৈতিক অনগ্রসরতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ঘ) র, রর ও ররর ৪৩. গ্রামীণ বসতির অবস্থানের প্রেক্ষিতে বসতিকে কয় ভাগে ভাগ করা হয়? ক) ৩ ভাগে খ) ৪ ভাগে গ) ৫ ভাগে ঘ) ৬ ভাগে সঠিক উত্তর: ক) ৩ ভাগে হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়