৭ম শ্রেণির পড়াশোনা (বাংলা দ্বিতীয় পত্র)

প্রকাশ | ০৯ মে ২০১৯, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
মুষলধারে বৃষ্টি পড়ছে-
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। শব্দ ও পদ ৩। বিভক্তি কয় প্রকার? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ সঠিক উত্তর : ক. দুই ৪। কারকভেদে শব্দ বিভক্তি কয় প্রকার? ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত সঠিক উত্তর: ঘ. সাত ৫। ক্রিয়াপদ ছাড়াও বাক্য হয়-এর উদাহরণ কোনটি? ক. আকাশে চাঁদ উঠেছে খ. ভিক্ষুককে ভিক্ষা দাও গ. আমার যাওয়া হবে না ঘ. মাঠে মাঠে অজস্র ফসল সঠিক উত্তর: ঘ. মাঠে মাঠে অজস্র ফসল ৬। ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক কয় প্রকার? ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত সঠিক উত্তর: গ. ছয় ৭। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পন্ন করায়, তখন তাকে কী বলে? ক. ব্যতিহার কর্তা খ. প্রযোজ্য কর্তা গ. প্রযোজক কর্তা ঘ. মুখ্য কর্তা সঠিক উত্তর: গ. প্রযোজক কর্তা ৮। 'মুষলধারে বৃষ্টি পড়ছে'- বাক্যে 'বৃষ্টি' কোন কর্তা? ক. মুখ্যকর্তা খ. প্রযোজক কর্তা গ. প্রযোজ্য কর্তা ঘ. ব্যতিহার কর্তা সঠিক উত্তর: ক. মুখ্যকর্তা ৯। মূল কর্তার করণীয় কাজ যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কোন কর্তা বলে? ক. প্রযোজক কর্তা খ. প্রযোজ্য কর্তা গ. ব্যতিহার কর্তা ঘ. মুখ্যকর্তা সঠিক উত্তর: খ. প্রযোজ্য কর্তা ১০। 'মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন'-বাক্যে 'শিশুকে' কোন কর্তা? ক. ব্যতিহার কর্তা খ. প্রযোজ্য কর্তা গ. প্রযোজক কর্তা ঘ. মুখ্যকর্তা সঠিক উত্তর: খ. প্রযোজ্য কর্তা ১১। কারক কয় প্রকার? ক. সাত খ. ছয় গ. চার ঘ. পাঁচ সঠিক উত্তর: খ. ছয় ১২। 'কারক' (কৃ+ণক) শব্দটির অর্থ কী? ক. যা পদকে সম্পাদন করে খ. যা সমাসকে সম্পাদন করে গ. যে ক্রিয়া সম্পাদন করে ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে সঠিক উত্তর: গ. যে ক্রিয়া সম্পাদন করে ১৩। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে? ক. নামপদের খ. অব্যয় পদের গ. বিশেষণ পদের ঘ. ক্রিয়া বিশেষণ পদের সঠিক উত্তর: ক. নামপদের ১৪। বাক্যে কোন পদের সঙ্গে সম্পর্ক না থাকলে কারক হয় না? ক. ক্রিয়াপদের খ. বিশেষ্য পদের গ. বিশেষণ পদের ঘ. সর্বনাম পদের সঠিক উত্তর: ক. ক্রিয়াপদের