জাককানইবিতে নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশ | ০৯ মে ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের নতুন শিক্ষক ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। ৬ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আসিফ ইকবাল, পরিসংখ্যান বিভাগের শিক্ষক মো. আব্দুল মুহিত, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মাকসুদুর রহমান মাসুদ, সুনিয়া ফারহানা, মো. রিয়াজুল ইসলাম ও বিভাগের শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমি গর্ববোধ করব, আমি যখন এই বিশ্ববিদ্যালয় থেকে চলে যাব, সবাই যখন বলবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ আছে। তুমুল প্রতিযোগিতার যুগে যখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের অবস্থান তৈরি করবে, তখনও আমি নিজেকে গর্বিত মনে করব, কারণ তোমরা সবাই আমার সন্তান। তিনি আরো বলেন, ততক্ষণ পর্যন্ত আপনারা সৃষ্টিকর্তার সাহায্য পাবেন না, যতক্ষণ পর্যন্ত আপনারা কঠোর পরিশ্রম না করবেন।