জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ০৯ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন : গম গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত? উত্তর : দিনাজপুর। প্রশ্ন : বাংলাদেশের প্রথম চা বাগান কোনটি? উত্তর : সিলেটের মালনিছড়া। প্রশ্ন : সবচেয়ে বেশি চা জন্মে কোন জেলায়? উত্তর : মৌলভীবাজার জেলায়। প্রশ্ন : বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। প্রশ্ন : বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত? উত্তর : ১৫৯টি। প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বেশি রেশম উৎপন্ন হয়? উত্তর : চাঁপাই নবাবগঞ্জে। প্রশ্ন : বাংলাদেশ রেশম বোর্ড কোথায় অবস্থিত? উত্তর : চাঁপাই নবাবগঞ্জে। প্রশ্ন : বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশি তামাক জন্মে? উত্তর : রংপুরে। প্রশ্ন : বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশি তুলা জন্মে? উত্তর : যশোরে। প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি? উত্তর : তিস্তা বাঁধ প্রকল্প। প্রশ্ন : বাংলাদেশে ধান গবেষণা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কী এবং কোথায়? উত্তর : ইজজও, গাজীপুর।