ইবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি

প্রকাশ | ১০ মে ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ-২০২০ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৮ মে বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. রাজিবুল ইসলাম বলেন, 'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে ৬ মে-তে সভা হয়। সভায় ব্যাপক আড়ম্বরপূর্ণ, ব্যতিক্রমী ও বর্ণাঢ্য কর্মসূচি গৃহীত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই নিয়ে সপ্তাহব্যাপী বইমেলা, রচনা-বক্তৃতা-কুইজ প্রতিযোগিতা, বঙ্গবন্ধু কাপ ক্রীড়া প্রতিযোগিতা, বাংলা ও ইংরেজিতে স্মারকগ্রন্থ ও বুলেটিন প্রকাশ, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব, আবৃত্তি, নাটক মঞ্চায়ন ইত্যাদি। এসব অনুষ্ঠান সার্থকভাবে আয়োজনের জন্য ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে একটি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি এবং বিভিন্ন উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।' বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, 'জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর মহত্ত্বকে নানামাত্রিকতায় আবিষ্কারের জন্য ব্যাপকভিত্তিক পদক্ষেপ গ্রহণ করেছি। যার মাধ্যমে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হওয়ার অবারিত সুযোগ পাবে।'