জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৩ মে ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
ইংরেজ শাসনকে বলা হয়- প্রথম অধ্যায় ২২। ইউরোপে যুগান্তকারী বাণিজ্য কখন শুরু হয় - (ক) ১২শ শতকে (খ) ১৩শ শতকে (গ) ১৪শ শতকে (ঘ) ১৫শ শতকে সঠিক উত্তর : (গ) ১৪শ শতকে ২৩। উইলিয়াম কেরি প্রতিষ্ঠা করেন নিচের কোনটি? (ক) মুদ্রণ যন্ত্র (খ) কলকাতা মাদ্রাসা (গ) সংস্কৃত কলেজ (ঘ) ইংরেজি বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর : (ক) মুদ্রণ যন্ত্র ২৪। ব্রিটিশরা কত সালে বাংলা প্রদেশকে দ্বিখন্ডিত করার পরিকল্পনা নিয়েছিল? (ক) ১৭৫৩ সালে (খ) ১৮৫৩ সালে (গ) ১৯২১ সালে (ঘ) ১৯৩০ সালে সঠিক উত্তর : (খ) ১৮৫৩ সালে ২৫। কে বাংলায় দ্বৈত শাসনব্যবস্থা চালু করেন? (ক) লর্ড ডালহৌসি (খ) লর্ড ওয়েলেসলি (গ) লর্ড কর্নওয়ালিস (ঘ) লর্ড ক্লাইভ সঠিক উত্তর : (ঘ) লর্ড ক্লাইভ ২৬। ওয়েস্টফালিয়ার চুক্তি হয় কত সালে? (ক) ১৬৪৮ সালে (খ) ১৬৪৯ সালে (গ) ১৬৫০ সালে (ঘ) ১৬৫১ সালে সঠিক উত্তর : (ক) ১৬৪৮ সালে ২৭। ১৭৮১ সালে ওয়ারেন হেস্টিংস কী প্রতিষ্ঠা করেন? (ক) কলকাতা বিশ্ববিদ্যালয় (খ) কলকাতা মাদ্রাসা (গ) সংস্কৃত কলেজ (ঘ) ইংরেজি স্কুল সঠিক উত্তর : (খ) কলকাতা মাদ্রাসা ২৮। পাল রাজারা কত বছর বাংলা শাসন করেন? (ক) দুইশ বছর (খ) তিনশ বছর (গ) চারশ বছর (ঘ) পাঁচশ বছর সঠিক উত্তর : (গ) চারশ বছর ২৯। বাংলা ও ভারতে প্রতিষ্ঠিত ইংরেজ শাসনকে কী বলা হয়? (ক) ঔপনিবেশিক শাসন (খ) ব্রিটিশ শাসন (গ) মোঘল শাসন (ঘ) মুসলিম শাসন সঠিক উত্তর : (ক) ঔপনিবেশিক শাসন ৩০। কোন তারিখে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়? (ক) ২ আগস্ট ১৯৫৮ (খ) ২ সেপ্টেম্বর ১৯৫৮ (গ) ১২ মার্চ ১৯৬৮ (ঘ) ২২ আগস্ট ১৯৭৮ সঠিক উত্তর : (ক) ২ আগস্ট ১৯৫৮ ৩১। ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হলো - (র) দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসনপ্রতিষ্ঠা করতে চায় না (রর) মূল উদ্দেশ্য নিজ দেশে সম্পদ পাচার (ররর) চিরস্থায়ীভাবে শাসনপ্রতিষ্ঠা করতে চায় নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর নিচের অনুচ্ছেদটি পড় ৩২ এবং ৩৩নং প্রশ্নের উত্তর দাও : ব্রিটিশরা এক সময় ভারত উপমহাদেশ দখল করে নেয়। চিরস্থায়ীভাবে শাসন করা ব্রিটিশদের উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল ধনসম্পদ নিজেদের দেশে পাচার করা। ৩২। ভারত উপমহাদেশে কীরূপ শাসনের প্রতিফলন হয়েছিল? (ক) গণতান্ত্রিক (খ) রাজতান্ত্রিক (গ) ঔপনিবেশিক (ঘ) স্বৈরতান্ত্রিক সঠিক উত্তর : (গ) ঔপনিবেশিক ৩৩। উক্ত শাসনের ফলে ভারতীয় উপমহাদেশে - (র) অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় (রর) পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয় (ররর) জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৩৪। কত সালে ফকরুদ্দিন মুবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? (ক) ১২৩৮ সালে (খ) ১৩৩৮ সালে (গ) ১৪০৫ সালে (ঘ) ১৫২০ সালে সঠিক উত্তর : (খ) ১৩৩৮ সালে ৩৫। সতীদাহ প্রথা কে পাস করেন? (ক) রাজা রামমোহন রায় (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (গ) লর্ড উইলিয়াম বেন্টিংক (ঘ) লর্ড কার্জন সঠিক উত্তর : (গ) লর্ড উইলিয়াম বেন্টিংক ৩৬। ১৫৭৬ সালে মোগল সাম্রাজ্য বিস্তার করে - (র) পূর্ব বাংলা (রর) পশ্চিম বাংলা (ররর) উত্তর বাংলার অনেকাংশে নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) রর ও ররর