৭ম শ্রেণির পড়াশোনা

বাংলা দ্বিতীয় পত্র

'কারখানা' শব্দটির 'কার' কোন উপসর্গ?

প্রকাশ | ১৩ মে ২০১৯, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
শব্দ গঠন ১৪। উপসর্গের কাজ কী? ক. নতুন অর্থবোধক শব্দ গঠন করা খ. নতুন বাক্য গঠন করা গ. বাক্যকে সৌন্দর্যমন্ডিত করা ঘ. বাক্যের অলঙ্কার বৃদ্ধি করা সঠিক উত্তর: ক. নতুন অর্থবোধক শব্দ গঠন করা ১৫। 'নিমরাজি' শব্দটির 'নিম্‌' কোন প্রকার উপসর্গ? ক. আরবি খ. ফারসি গ. সংস্কৃত ঘ. বাংলা সঠিক উত্তর: ক. আরবি ১৬। 'নামঞ্জুর' শব্দটির 'না' কোন প্রকার উপসর্গ? ক. বাংলা খ. সংস্কৃত গ. আরবি ঘ. ফারসি সঠিক উত্তর: ঘ. ফারসি ১৭। 'বরখাস্ত' শব্দটির 'ব' কোন প্রকার উপসর্গ? ক. বাংলা খ. তৎসম গ. ফারসি ঘ. আরবি সঠিক উত্তর: গ. ফারসি ১৮। 'গরমিল' শব্দটির 'গ' কোন প্রকার উপসর্গ? ক. বাংলা খ. উর্দু গ. আরবি ঘ. ফারসি সঠিক উত্তর: গ. আরবি ১৯। 'কারখানা' শব্দটির 'কার' কোন প্রকার উপসর্গ? ক. ফারসি খ. বাংলা গ. বিদেশি ঘ. আরবি সঠিক উত্তর: ক. ফারসি ২০। 'খাসমহল' শব্দটির 'খাস' কোন প্রকার উপসর্গ? ক. আরবি খ. ফারসি গ. বাংলা ঘ. উর্দু সঠিক উত্তর: ক. আরবি ২১। নিচের কোন দুটি উপসর্গ খাঁটি বাংলা? ক. অঘা, পাতি খ. প্রতি, অতি গ. আন, অপ ঘ. ভর, সম্‌ সঠিক উত্তর: ক. অঘা, পাতি ২২। সংস্কৃত উপসর্গ কোনটি? ক. অঘা খ. অজ গ. কদ্‌ ঘ. সম্‌ সঠিক উত্তর: ঘ. সম্‌ ২৩। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? ক. আব খ. অনু গ. অব ঘ. অতি সঠিক উত্তর: ক. আব ২৪। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? ক. আড় খ. আপ গ. সম ঘ. অব সঠিক উত্তর: ক. আড় ২৫। খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? ক. পরাজয় খ. প্রভাত গ. নিবারণ ঘ. ভরপেট সঠিক উত্তর: ঘ. ভরপেট ২৬। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? ক. অনু খ. উপ গ. পরা ঘ. কদ সঠিক উত্তর: ঘ. কদ ২৭। 'নিলাজ' শব্দটির 'নি' কোন প্রকার উপসর্গ? ক. বাংলা খ. সংস্কৃত গ. আরবি ঘ. ফারসি সঠিক উত্তর: ক. বাংলা ২৮। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? ক. ২১টি খ. ২২টি গ. ২৩টি ঘ. ২৯টি সঠিক উত্তর: ক. ২১টি