প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৪ মে ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
মুক্তিবাহিনী
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো প্রথম অধ্যায় প্রশ্ন : ২৪. আমরা কখন শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি? উত্তর : প্রতি বছর ১৪ ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। প্রশ্ন : ২৫. কাদের মিত্রবাহিনী বলা হতো? উত্তর : মুক্তিযুদ্ধকালীন ভারতীয় সহায়তাকারী বাহিনীকে মিত্রবাহিনী বলা হতো। প্রশ্ন : ২৬. যৌথবাহিনী কাদের নিয়ে গঠিত হয়? উত্তর : মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী গঠিত হয়। প্রশ্ন : ২৭. কখন যৌথবাহিনী গঠন করা হয়? উত্তর : ১৯৭১ সালের ২১ নভেম্বর যৌথবাহিনী গঠন করা হয়। প্রশ্ন : ২৮. পাকিস্তানি বাহিনীর প্রধান কখন, কোথায় আত্মসমর্পণ করেন? উত্তর : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকালে পাকিস্তানি বাহিনীর প্রধান ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেন। প্রশ্ন : ২৯. মুক্তিযুদ্ধের বীরত্বসূচক উপাধি কয়টি? উত্তর : মুক্তিযুদ্ধের বীরত্বসূচক উপাধি চারটি। যথা- ১. বীরশ্রেষ্ঠ, ২. বীরউত্তম, ৩. বীরবিক্রম ও ৪. বীরপ্রতীক। প্রশ্ন : ৩০. সর্বোচ্চ বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি কী? উত্তর : সর্বোচ্চ বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি হলো বীরশ্রেষ্ঠ। মোট সাতজন এ উপাধিতে ভূষিত হয়েছিলেন। অধ্যায় : ২ প্রশ্ন : ১. বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় কিভাবে? উত্তর : ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়। প্রশ্ন : ২. ইংরেজরা কত সময় ধরে এ দেশে রাজত্ব করে? উত্তর : ইংরেজরা প্রায় ২০০ বছর ধরে (১৭৫৭ থেকে ১৯৪৭) এ দেশে রাজত্ব করে। প্রশ্ন : ৩. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর : সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। প্রশ্ন : ৪. সিরাজউদ্দৌলা কখন বাংলার নবাব হন? উত্তর : নবাব আলীবর্দি খাঁর মৃতু্যর পর ১৭৫৬ সালে সিরাজউদ্দৌলা মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন। প্রশ্ন : ৫. ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম কী ছিল? উত্তর : ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল 'ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি'। প্রশ্ন : ৬. কখন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়? উত্তর : ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। প্রশ্ন : ৭. কখন বক্সারের যুদ্ধ সংঘটিত হয়? উত্তর : ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। প্রশ্ন : ৮. কখন সিপাহি বিদ্রোহ দেখা দেয়? উত্তর : ১৮৫৭ সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ দেখা দেয়। প্রশ্ন : ৯. ব্রিটিশ সরকার সরাসরি নিজ হাতে কত বছর এ দেশ শাসন করে? উত্তর : ১৮৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত মোট ৯০ বছর ব্রিটিশ সরকার সরাসরি নিজ হাতে এ দেশ শাসন করে। প্রশ্ন : ১০. কোন শাসনামলে বাংলায় নবজাগরণ ঘটে? উত্তর : ইংরেজ শাসনামলে (উনিশ শতকে) বাংলায় নবজাগরণ ঘটে। প্রশ্ন : ১১. বাংলায় নবজাগরণের ফলাফল কী ছিল? উত্তর : বাংলায় নবজাগরণের ফলে সামাজিক সংস্কারসহ, শিক্ষা, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। প্রশ্ন : ১২. বাঁশের কেলস্না কে নির্মাণ করেন? উত্তর : তিতুমীর বাঁশের কেলস্না নির্মাণ করেন। প্রশ্ন : ১৩. প্রথম ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম কোনটি? উত্তর : ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ছিল প্রথম ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগাম। প্রশ্ন : ১৪. সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর : সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা। প্রশ্ন : ১৫. ১৮৫৭ সালে সিপাহিদের নেতৃত্বে প্রথম বিদ্রোহ সংঘটিত হয় কোথায়? উত্তর : ১৯৫৭ সালে সিপাহিদের নেতৃত্বে প্রথম বিদ্রোহ সংঘটিত হয় ব্যারাকপুরে।