৭ম শ্রেণির পড়াশোনা বাংলা দ্বিতীয় পত্র

প্রকাশ | ১৪ মে ২০১৯, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
মামুন নীরবে বই পড়ছে
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। শব্দ গঠন ২৯। বাংলা ভাষায় কয় প্রকার উপসর্গ আছে? ক. দুই প্রকার খ. তিন প্রকার গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার সঠিক উত্তর: খ. তিন প্রকার ৩০। তৎসম উপসর্গের অন্য নাম কী? ক. বাংলা উপসর্গ খ. সংস্কৃত উপসর্গ গ. দেশি উপসর্গ ঘ. বিদেশি উপসর্গ সঠিক উত্তর: খ. সংস্কৃত উপসর্গ ৩১। সংস্কৃত উপসর্গ মোট কয়টি? ক. ১৭টি খ. ১৮টি গ. ১৯টি ঘ. ২০টি সঠিক উত্তর: ঘ. ২০টি ৩২। 'পাতি' কোন প্রকারের উপসর্গ? ক. তৎসম খ. খাঁটি বাংলা গ. সংস্কৃত ঘ. বিদেশি সঠিক উত্তর: খ. খাঁটি বাংলা ৩৩। 'অজানা' শব্দটি কোন উপসর্গজাত শব্দ? ক. খাঁটি বাংলা খ. তৎসম গ. বিদেশি ঘ. সবকটি সঠিক উত্তর: ক. খাঁটি বাংলা ৩৪। তৎসম উপসর্গ কোনটি? ক. অজ খ. গর গ. পরা ঘ. পাতি সঠিক উত্তর: গ. পরা ৩৫। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? ক. প্র খ. রাম গ. কম ঘ. কার সঠিক উত্তর: খ. রাম ৩৬। কোন উপসর্গগুলো বাংলা ও সংস্কৃত উভয় ভাষায় পরিলক্ষিত হয়? ক. প্র, পরা, নি খ. আ, সু, বি, নি গ. বি, পাতি, নি ঘ. সু, হা, নির সঠিক উত্তর: খ. আ, সু, বি, নি ৩৭। কোনটি তৎসম উপসর্গযোগে গঠিত? ক. নিখোঁজ খ. রামদা গ. কমজোর ঘ. প্রভাব সঠিক উত্তর: ঘ. প্রভাব বাক্য ১। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি সঠিক উত্তর: খ. তিনটি ২। ছুটিতে ঢাকা তারা ঈদের যাবেন- এতে কোন গুণের অভাবে বাক্য হয়নি? ক. আকাঙ্ক্ষা খ. শ্রম্নতিমাধুর্য গ. যোগ্যতা ঘ. আসত্তি সঠিক উত্তর: ঘ. আসত্তি ৩। গ্রীষ্মকালে প্রখর রৌদ্রে বন্যা হয়- এতে কোন গুণের অভাবে বাক্য হয়নি? ক. শ্রম্নতিমাধুর্য খ. যোগ্যতা গ. আসত্তি ঘ. আকাঙ্ক্ষা সঠিক উত্তর: খ. যোগ্যতা ৪। ক্রিয়া বিশেষণ ক্রিয়ার আগে বসে- এই নিয়মের অধীন বাক্য কোনটি? ক. কাল স্কুল বন্ধ ছিল খ. আমি বুধবার ঢাকা যাব গ. মামুন নীরবে বই পড়ছে ঘ. রানা ডুকরে কাঁদছে সঠিক উত্তর: ঘ. রানা ডুকরে কাঁদছে ৫। বাক্যে কর্ম থাকলে ক্রিয়া বিশেষণ কর্মের আগে বসে- এই নিয়মের অধীনে বাক্য কোনটি? ক. রানা দ্রম্নত হাঁটছে খ. আমি খাইনি গ. আকাশে কী দেখছ ঘ. মামুন নীরবে বই পড়ছে সঠিক উত্তর: ঘ. মামুন নীরবে বই পড়ছে ৬। সময়বাচক ও স্থানবাচক পদ কর্মের সঙ্গে বসে- এই নিয়মে গঠিত বাক্য কোনটি? ক. কাল স্কুল বন্ধ ছিল খ. মামুন নীরবে বই পড়ছে গ. শিক্ষক জোরে চাবুক কষছেন ঘ. রানা ডুকরে কাঁদছে সঠিক উত্তর: ক. কাল স্কুল বন্ধ ছিল