সিকৃবিতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ১৪ মে ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে কৃষি অনুষদের কনফারেন্স রুমে ১৩ মে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী 'থিসিস অ্যান্ড টেকনিক্যাল রিপোর্ট রাইটিং' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এএফএম সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং কোর্স কোর্ডিনেটর প্রফেসর ড. মো. আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. আবুল কাশেম, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন প্রফেসর ড. সানজিদা পারভীন রীতু, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মেহেদী হাসান খানসহ বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে কৃষি অনুষদ এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের এমএসপর্যায়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছেন। উলেস্নখ্য, এমএসপর্যায়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের কারিগরি জ্ঞান সমৃদ্ধ করার জন্য আইকিউএসির তত্ত্বাবধানে এ পর্যন্ত প্রায় ২৫০ জন ছাত্রছাত্রীদের ওই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।