লালবাগ দুর্গ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৫ মে ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো দ্বিতীয় অধ্যায় প্রশ্ন: ১৬. কোন বিদ্রোহের ফলে ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান হয়? উত্তর: সিপাহি বিদ্রোহের ফলে ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান হয়। প্রশ্ন : ১৭. ভারতীয় জাতীয় কংগ্রেস কখন গঠিত হয়- উত্তর: ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়। প্রশ্ন : ১৮. ১৯০৫ সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয় কেন? উত্তর : বাংলার জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য ১৯০৫ সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রশ্ন : ১৯. বঙ্গভঙ্গ রদ করা হয় কখন? উত্তর : ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। তৃতীয় অধ্যায় প্রশ্ন : ১. পুন্ড্রনগর কোন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর : পুন্ড্রনগর মৌর্য আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রশ্ন : ২. মহাস্থানগড় কোথায় অবস্থিত? উত্তর: মহাস্থানগড় বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত। প্রশ্ন : ৩. বাংলার প্রাচীনতম শিলালিপি কোথায় পাওয়া গেছে? উত্তর : বাংলার প্রাচীনতম শিলালিপি হচ্ছে 'ব্রাহ্মী শিলালিপি'। এটি মহাস্থানগড়ে পাওয়া গেছে। প্রশ্ন : ৪. 'সোমপুর মহাবিহার' কখন নির্মিত হয়? উত্তর : 'সোমপুর মহাবিহার' রাজা ধর্মপালের শাসনামলে (আনুমানিক ৭৮১-৮২১ খ্রিস্টাব্দ) নির্মিত হয়। প্রশ্ন : ৫. ময়নামতি কোথায় অবস্থিত? উত্তর : ময়নামতি কুমিলস্না শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। প্রশ্ন : ৬. সোনারগাঁ কখন বাংলার রাজধানী ছিল? উত্তর : সোনারগাঁ মধ্যযুগে মুসলিম শাসনামলে বেশ কিছুকাল বাংলার সুলতানদের রাজধানী ছিল। প্রশ্ন : ৭. লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর : লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। প্রশ্ন : ৮. লোকশিল্প জাদুঘর কে প্রতিষ্ঠা করেন? উত্তর : শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫ সালে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। প্রশ্ন : ৯. লালবাগ দুর্গ কোথায় অবস্থিত? উত্তর : লালবাগ দুর্গ বর্তমান পুরান ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী স্থানে অবস্থিত। প্রশ্ন : ১০. লালবাগ দুর্গে কার মাজার রয়েছে? উত্তর : লালবাগ দুর্গে শায়েস্তা খানের কন্যা পরী বিবির মাজার রয়েছে।