ইবির ছুটি পরিবর্তন

প্রকাশ | ১৫ মে ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
পবিত্র রমজান, বুদ্ধপূর্ণিমা, গ্রীষ্মকাল, জুমাতুল বিদা, শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছুটিতে পুনর্বিন্যাস করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। রেজিস্ট্রার অফিস সূত্রে, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে প্রদত্ত ১১ জুনের পরিবর্তে ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে। এ ছাড়া গ্রীষ্মকাল, জুমাতুল বিদা, শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে অফিসসমূহ পূর্বঘোষিত ২৫ মে'র পরিবর্তে ২৭ মে থেকে বন্ধ হবে এবং পূর্বঘোষিত ১০ জুনের পরিবর্তে ১২ জুন খুলবে। উলেস্নখ্য, আগামী ২৫ ও ২৬ মে অফিসসমূহ খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ১৫ জুন থেকে আবার যথারীতি চলবে। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১৮ মে বন্ধ থাকবে।