ঢাবিতে বিশেষ বক্তৃতা অনুষ্ঠান

প্রকাশ | ১৫ মে ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১২ মে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। ডাকসুর ভিপি নুরুল হক নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়নের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।