জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

প্রকাশ | ১৬ মে ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
ইংরেজদের শাসন-শোষণের চিত্র
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো প্রথম অধ্যায় ৬৪। নবাব সিরাজউদৌলস্নার পতনের মধ্য দিয়ে বাংলায় কোন শাসনের অবসান ঘটে? (ক) মোঘল (খ) আফগান (গ) তুর্কি (ঘ) সুলতানি সঠিক উত্তর : (ক) মোঘল ৬৫। পূর্ব বাংলার জনগণকে কখন থেকে প্রকৃত স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করতে হয়? (ক) ১১ আগস্ট ১৯৪৭ (খ) ১২ আগস্ট ১৯৪৭ (গ) ১৩ আগস্ট ১৯৪৭ (ঘ) ১৪ আগস্ট ১৯৪৭ সঠিক উত্তর : (ঘ) ১৪ আগস্ট ১৯৪৭ ৬৬। ১৭৫৭ সালের ২৩ জুন পূর্ববর্তী সময়ে যা ঘটেছিল তা হলো - (র) নবাব পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব (রর) ক্লাইভের কলকাতা দখল (ররর) নবাবের বিরোধীদের সাথে ইংরেজদের হাত মেলানো নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৬৭। পলাশের কাকা কলকাতায় থাকেন। বাবা বললেন দেশ বিভাগের পর তারা কলকাতায় চলে যায়। কলকাতায় যাওয়ার পিছনে কোন কারণটি জড়িত? (ক) দ্বি-জাতিতত্ত্ব (খ) ভাগকর-শাসন কর নীতি (গ) খেলাফত আন্দোলন (ঘ) অর্থনৈতিক দুরবস্থা সঠিক উত্তর : (ক) দ্বি-জাতিতত্ত্ব ৬৮। ১৯৪০ সালে মুসলিম লীগ কীসের ভিত্তিতে ভারত বিভক্তির ফর্মুলা প্রদান করে? (ক) রিকার্ডোর তত্ত্বের ভিত্তিতে (খ ) জাতিতত্ত্বের ভিত্তিতে (গ) এক জাতিতত্ত্বের ভিত্তিতে (ঘ) দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে সঠিক উত্তর : (ঘ) দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে ৬৯। দ্বৈত শাসনের ফলে ইংরেজ কোম্পানির হাতে কেন্দ্রীভূত হয় - (র) রাজস্ব আদায়ের ভার (রর) প্রশাসন পরিচালনার ভার (ররর) বিচার বিভাগ নিয়ন্ত্রণ করা নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ৭০। ১৯৪৭ সালে ভারত বিভক্তির ক্ষেত্রে কোন ধারণা কার্যকর হয়? (ক) হিন্দু স্বাধীনতা আইন (খ) লাহোর প্রস্তাব (গ) ভারত শাসন আইন (ঘ) রাওলাট আইন সঠিক উত্তর : (খ) লাহোর প্রস্তাব ৭১। ইংরেজ গভর্নরদের প্রধান প্রধান কাজ ছিল - (র) বাংলায় শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি (রর) চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন (ররর) ঢাকাকে বাংলার রাজধানী করা নিচের কোনটি সঠিক? (ক) র ও ররর (খ) ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও রর ৭২। বাংলায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন - (র) তাঁতিয়া টোপি (রর) সিপাহী মঙ্গল পান্ডে (ররর) হাবিলদার রজব আলী নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর ৭৩। ভারত শাসন আইনে গভর্নর জেনারেলকে কী নামে অবহিত করা হয়? (ক) ভাইসরয় (খ) কর্নেল (গ) জেনারেল (ঘ) ডিরেক্টর সঠিক উত্তর : (ক) ভাইসরয় ৭৪। ইংরেজ বা ব্রিটিশ আমলে মানুষের মধ্যে নতুন চেতনার উদ্ভব ঘটে - (ক) সামাজিক উন্নয়নে (খ) শিক্ষার প্রভাবে (গ) অর্থনৈতিক উন্নয়নে (ঘ) রাজনৈতিক প্রভাবে সঠিক উত্তর : (খ) শিক্ষার প্রভাবে ৭৫। ইংরেজদের শাসন-শোষণের যে চিত্র ফুটে ওঠে - (র) ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ (রর) রাষ্ট্র ও প্রশাসন পরিচালনায় কর্তৃত্ব প্রতিষ্ঠা (ররর) কলকাতাকে গুরুত্বপূর্ণ নগরীতে পরিণত করা নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৭৬। ব্রিটিশরা এ দেশে কোন নীতিতে শাসন করত? (ক) ভাগকর-শাসনকর (খ) দ্বৈত শাসন (গ) জয়কর-শাসনকর (ঘ) ধর্ম যার যার রাষ্ট্র সবার সঠিক উত্তর : (ক) ভাগকর-শাসনকর ৭৭। স্বদেশী আন্দোলনের তাৎপর্য কেমন ছিল? (ক) হিন্দু-মুসলমান বিরোধ নিষ্পত্তি (খ) দেশপ্রেম ও রাজনৈতিক চেতনা (গ) সাম্প্রদায়িকতার উন্মেষ (ঘ) ব্রিটিশদের প্রতি শ্রদ্ধাশীলতা সঠিক উত্তর : (খ) দেশপ্রেম ও রাজনৈতিক চেতনা ৭৮। বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার প্রাথমিক ফলাফল কীরূপ ছিল? (ক) হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব প্রকোট হয় (খ) হিন্দু সম্প্রদায় লাভবান হয় (গ) রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা আসে (ঘ) অসাম্প্রদায়িক চেতনা বিকশিত হয় সঠিক উত্তর : (ক) হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব প্রকোট হয়