প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

পাটকে কী বলা হয়?

প্রকাশ | ১৬ মে ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো তৃতীয় অধ্যায় প্রশ্ন : ১১. আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? উত্তর: মুঘল আমলে বরিশালের জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতউলস্নাহ আহসান মঞ্জিল নির্মাণ করেন। চতুর্থ অধ্যায় প্রশ্ন : ১. বাংলাদেশের কত ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল? উত্তর : বাংলাদেশের শতকরা প্রায় ৮০ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। প্রশ্ন : ২. ২০১১-১২ অর্থবছরে মোট জাতীয় আয়ে কৃষি খাত থেকে পাওয়া যায় শতকরা কত ভাগ? উত্তর : ২০১১-১২ অর্থবছরে মোট জাতীয় আয়ে কৃষি খাত থেকে শতকরা প্রায় ২০ ভাগ পাওয়া যায়। প্রশ্ন : ৩. বাংলাদেশের কৃষিজাত দ্রব্যগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর : বাংলাদেশের কৃষিজাত দ্রব্যগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। প্রশ্ন : ৪. বাংলাদেশের প্রধান কৃষিজাত ফসল কী? উত্তর : বাংলাদেশের প্রধান কৃষিজাত ফসল ধান। প্রশ্ন : ৫. বাংলাদেশে কয় ধরনের ধান হয়? উত্তর : বাংলাদেশে তিন ধরনের ধান হয়। যথা- আউশ, আমন ও বোরো। প্রশ্ন : ৬. পাটকে কী বলা হয়? উত্তর : পাটকে সোনালি আঁশ বা এড়ষফবহ ঋরনবৎ বলা হয়। প্রশ্ন : ৭. বাংলাদেশে প্রতি বছর উৎপাদিত পাটের পরিমাণ কত? উত্তর : বাংলাদেশে প্রতি বছর উৎপাদিত পাটের পরিমাণ প্রায় ৪৫ লাখ মেট্রিক টন। প্রশ্ন : ৮. বাংলাদেশের কোন জেলাগুলোতে পাট অধিক উৎপন্ন হয়? উত্তর : বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিলস্না, পাবনা, কুষ্টিয়া, যশোর ও খুলনায় অধিক পাট উৎপন্ন হয়। প্রশ্ন ৯. বাংলাদেশের কোন কোন জেলায় চা উৎপন্ন হয়? উত্তর : সিলেট, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়ে চা উৎপন্ন হয়। প্রশ্ন ১০. ২০১১-১২ অর্থবছরে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান কত ভাগ? উত্তর : ২০১১-১২ অর্থবছরে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান প্রায় ৩০%। প্রশ্ন ১১. বাংলাদেশের প্রধান শিল্পগুলো কী কী? উত্তর : বাংলাদেশের প্রধান শিল্পগুলো হচ্ছে- পাট, বস্ত্র, চিনি, ওষুধ, সার, কাগজ ও চামড়াশিল্প। প্রশ্ন ১২. বর্তমানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্প কোনটি? উত্তর: বর্তমানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্প পোশাকশিল্প। প্রশ্ন ১৩. বাংলাদেশের পোশাকশিল্পের একটি গুরুত্বপূর্ণ দিক লেখ। উত্তর : বাংলাদেশের পোশাকশিল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এ খাতে প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়।